Indian Bank SO Recruitment 2023 – ভারতীয় ব্যাংকে প্রচুর চাকরির সুযোগ, এক্ষুনি আবেদন করুন

Indian Bank SO Vacancy 2023

পদের নামশুন্য পদের সংখ্যা
ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বা ক্রেডিট অফিসার – Financial Analyst (Credit Officer)60
রিস্ক অফিসার (Risk Officer)15
আইটি/কম্পিউটার অফিসার (IT/Computer Officer)23
ইনফরমেশন সিকিউরিটি (Information Security)07
মার্কেটিং অফিসার (Marketing Officer)13
ট্রেসারী অফিসার – Tresury Officer (Dealer for Treasury)20
ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অফিসার (Industrial Development Officer)50
ফরেক্স অফিসার (Forex Officer)10
এইচ আর অফিসার (HR Officer)05
মোট শুন্য পদের সংখ্যা203

শিক্ষাগত যোগ্যতা

পদের নামশিক্ষাগত যোগ্যতা
ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বা ক্রেডিট অফিসার – Financial Analyst (Credit Officer)আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে  CA / ICWA ডিগ্রিধারী হতে হবে।
ইনফরমেশন সিকিউরিটি (Information Security)আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে।
ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অফিসার (Industrial Development Officer)আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.E / B.TECH in Mechanical / Electronics / Chemical /Textile / Production / Civil ডিগ্রিধারী হতে হবে।

India Post GDS Recruitment 2023: ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ। মধামিক পাশে আবেদন করুন

Indian Bank SO Recruitment 2023 – আবেদন পদ্ধতি

  1. আবেদনকারীকে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট https://indianbank.in/ এ যেতে হবে,
  2. এরপর আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে,
  3. এরপর রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে,
  4. লগইন করার পর আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে,
  5. এরপর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে,
  6. সবশেষে, আবেদনকারীকে তার নিজের ছবি এবং সিগনেচার আপলোড করে সাবমিট করতে হবে।

Indian Bank SO Recruitment 2023 – বয়স সীমা

আবেদনকারীর বয়স 20 থেকে 40 বছর হতে হবে।

Indian Bank SO Recruitment 2023 – আবেদন ফি

ক্যাটাগরীআবেদন ফি
ST/SC/PWBDRs. 175
All OtherRs. 850

Official Notice: Download

Intelligence Bureau তে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, অনলাইন আবেদন করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin