রাজ্যে মাধ্যমিক পাশে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবেন দেখুন

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। রাজ্য স্বাস্থ্য (WB HEALTH) দপ্তরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের (NUHM) আওতায় আয়ুশ (AYUSH) প্রকল্পে কাজ করতে হবে। তবে এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক। পদের নাম, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Advertisement No.CMOH/APD/1666
পদের নামMTS এবং
Retired HMO/SAMO/UMO
মোট শূন্যপদবিশদে জানুন
বেতন (₹)বিশদে জানুন
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদনের শেষ তারিখ১৫ জুন, ২০২৩
অফিসিয়াল সাইটwww.wbhealth.gov.in /alipurduar.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

WB Health MTS Recruitment 2023

১) পদের নাম– Multi Tasking Staff (MTS)

মোট শূন্যপদ– ১ টি (UR)।

শিক্ষাগত যোগ্যতা– যেকোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা– বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। বিস্তারিত জানতে এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

বেতন– প্রতিমাসে সর্বাধিক ২০ দিনের জন্য দৈনিক ৫০০ টাকা করে বেতন দেওয়া হবে। সেই হিসেবে মোট বেতন ১০,০০০ টাকা প্রতিমাসে।

উচ্চ মাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান নিয়োগ, বেতন ২২,৭০০ টাকা

২) পদের নাম– Retired HMO/SAMO/UMO

মোট শূন্যপদ– ১ টি (UR)।

শিক্ষাগত যোগ্যতা– প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে আয়ুশ প্রকল্পে কাজ করার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা– প্রার্থীর বয়স ৬৫ বছরের কম হতে হবে।

বেতন– প্রতিমাসে সর্বাধিক ২০ দিনের জন্য দৈনিক ১,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। সেই হিসেবে মোট বেতন ২০,০০০ টাকা প্রতিমাসে।

আবেদন পদ্ধতি

  • ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য সম্পূর্ন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করুন অথবা, আমাদের এই প্রতিবেদননের শেষে ডাউনলোড লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
  • এরপর বিজ্ঞপ্তির ৩ নং ও ৪ নং পেজ প্রিন্ট আউট বের করে নিতে হবে।
  • এরপর সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  • আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট সাইজের ছবি সাটাতে হবে এবং সিগনেচার করে দিতে হবে।
  • এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আবেদন ফি ডিমান্ড ড্রাফট সংযুক্ত করতে হবে।
  • এরপর একটি মুখ বন্ধ খামে ভরে তার উপরে বড় হরফে কোন পদের জন্য আবেদন করছেন সেটি লিখে দেবেন।
  • এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার্ড পোস্ট/ স্পীড পোস্ট/ কুরিয়ার -এর মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। কোন ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন তা নীচে উল্লেখ করা হলো।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

The Chief Medical Officer of Health & Member Secretary
DH & FWS, Babupara,
Maya Talkies Road, Ward No-12, District - Alipurduar,
Pin-736121

আবেদন ফি

সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০/- টাকা এবং সংরক্ষিত জাতিভুক্ত প্রার্থীদের আবেদন ফি ৫০/- টাকা দিতে হবে। আবেদন ফি ডিমান্ড ড্রাফট -এর মাধ্যমে জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৯.০৫.২০২৩
আবেদন শুরু২৯.০৫.২০২৩
আবেদন শেষ১৫.০৬.২০২৩

*আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্ক

অফিসিয়াল বিজ্ঞপ্তি +
আবেদনপত্র
Download PDF
অফিসিয়াল ওয়েবসাইটwww.wbhealth.gov.in /
alipurduar.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

👉 পশ্চিমবঙ্গে ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ

👉 মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

👉 রাজ্যে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে

👉 IDBI ব্যাঙ্ক ১৩৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ

👉 হাতে অল্প সময়! সব কাজ ফেলে আধারের এই জরুরি কাজটি এক্ষুনি সেরে ফেলুন, নইলে পরে পস্তাবেন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin