সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড (CCL) -এ প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ন অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্তের চাকরি প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত নিচে উল্লেখ করা হয়েছে।
Advertisement No. | CCL/Apprentice Trg./ Notification/ 23-24/ 25 |
নিয়োগকারী সংস্থা | Central Coalfields Limited (CCL) |
পদের নাম | বিশদে জানুন |
মোট শূন্যপদ | ৬০৮ টি |
বেতন (₹) | ৬,০০০/- থেকে ৭,০০০/- |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৮ জুন, ২০২৩ |
স্থান | রাঁচি |
অফিসিয়াল সাইট | www.centralcoalfields.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
CCL Trade Apprentice Recruitment 2023
১) পদের নাম– Trade Apprentice
মোট শূন্যপদ– এই পদে মোট ৫৩৬ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং NCVT স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করা চাকরি প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য।
বয়সসীমা– প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০১.০৫.২০২৩ তারিখ অনুযায়ী। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
মাসিক ভাতা– ৭,০০০/- টাকা।
২) পদের নাম– Fresher Apprentice
মোট শূন্যপদ– এই পদে মোট ৭২ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ এবং NCVT স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করা প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য।
বয়সসীমা– প্রার্থীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০১.০৫.২০২৩ তারিখ অনুযায়ী। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
মাসিক ভাতা– ৬,০০০/- থেকে ৭,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি
- উপরোক্ত পদগুলিতে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে।
- আবেদন করার জন্য প্রথমে www.apprenticeshipindia.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর Register অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর ইমেইলে প্রাপ্ত আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এরপর নিজেদের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
- আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৩.০৫.২০২৩ |
আবেদন শুরু | ২৩.০৫.২০২৩ |
আবেদন শেষ | ১৮.০৬.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.apprenticeshipindia.gov.in |
আবেদন করুন | Apply Now |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 ভারতীয় ডাক বিভাগে ১২ হাজারের বেশি শূন্যপদে GDS নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
👉 রাজ্যের গ্রামীণ ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
👉 পশ্চিমবঙ্গে ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ
👉 রাজ্যের যুবক যুবতীদের 1500 টাকা করে দিচ্ছে সরকার। রইলো আবেদন পদ্ধতি।
👉 আধার কার্ড অনলাইন ডাউনলোড কিভাবে করবেন?
👉 হাতে অল্প সময়! সব কাজ ফেলে আধারের এই জরুরি কাজটি এক্ষুনি সেরে ফেলুন, নইলে পরে পস্তাবেন