রাজ্যে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে ডাটা ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে।

Advertisement No.91/KAN/SW/2023
নিয়োগকারী সংস্থাOffice of The District Magistrate and Collector, Paschim Medinipur District
পদের নামData Manager
মোট শূন্যপদবিশদে জানুন
বেতন (₹)১১,০০০/-
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৬ জুন, ২০২৩
স্থানপশ্চিম মেদিনীপুর
অফিসিয়াল সাইটwww.paschimmedinipur.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

Data Manager Recruitment Paschim Medinipur District Kanyashree Prakalpa

পদের নাম– Data Manager

মোট শূন্যপদ– এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা– যেকোনও বিষয়ে গ্রাজুয়েট করে থাকতে হবে। সেই সঙ্গে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের বৈধ সার্টিফিকেট থাকতে হবে। তবে এই পদে আবেদনের যোগ্য। প্রার্থীকে অবশ্যই মিনিটে ৩০ টি শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে। যেকোনো সরকারি ক্ষেত্রে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে।

বয়সসীমা– আবেদনকারী প্রার্থীর বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৭ বছর হতে হবে। বয়স ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী হিসাব করতে হবে।

মাসিক বেতন– ১১,০০০/- টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।

রাজ্যে লাইব্রেরিয়ান পদে প্রচুর কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

আবেদন পদ্ধতি

  • এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইন পদ্ধতি ফলো করতে হবে।
  • অনলাইন আবেদন করার জন্য www.paschimmedinipur.gov.in ওয়েবসাইটে যেতে হবে অথবা, নীচে দেওয়া Direct লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন পেজে যেতে পারেন।
  • এরপর অনলাইন আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

নিয়োগ প্রক্রিয়া

মোট তিনটি ধাপে মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে। সেগুলি হলো লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, পার্সোনালিটি টেস্ট।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৬.০৫.২০২৩
আবেদন শুরু২৯.০৫.২০২৩
আবেদন শেষ১৬.০৬.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটwww.paschimmedinipur.gov.in
আবেদন করুনApply Now
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

👉 পশ্চিমবঙ্গে ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ

👉 কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে চাকরির সুযোগ

👉 IDBI ব্যাঙ্কে কয়েকশো কর্মী নিয়োগ

👉 NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ! মাসিক বেতন ১৮,০০০ টাকা (Apply Now)

👉 মাধ্যমিক পাশে ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ! অনলাইন আবেদন করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment

Join Join