দূরদর্শন কেন্দ্র কলকাতাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ৩১ মে

দূরদর্শন কেন্দ্র কলকাতা (DDK Kolkata) এর তরফে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত তথ্য তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে।

Advertisement No.DDK/KOL/PROG/2023-2024
নিয়োগকারী সংস্থাদূরদর্শন কেন্দ্র, কলকাতা
পদের নামবিভিন্ন পদ
বেতন (₹)বিশদে জানুন
আবেদন মাধ্যমঅনলাইন / অফলাইন
আবেদনের শেষ তারিখ৩১ মে, ২০২৩
অফিসিয়াল সাইটprasarbharati.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

Doordarshan Kendra Kolkata Recruitment 2023

১) পদের নাম– Lighting Assistant

শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা– প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন– ১৬৫০ টাকা/ প্রজেক্ট।

২) পদের নাম– Set Assistant

শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা– আবেদনকারী প্রার্থীর বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন– ১৬৫০ টাকা/ প্রজেক্ট।

ভারতীয় ডাক বিভাগে ১২ হাজারের বেশি শূন্যপদে GDS নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

৩) পদের নাম– Editor / Graphic Designer

শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ সহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Graduate Degree/PG Diploma in Graphic Designing editing করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা– আবেদনকারী প্রার্থীর বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন– ১৯৮০ টাকা/ প্রজেক্ট।

৪) পদের নাম– Video Assistant

শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ সহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Degree/Diploma in Cinematography/ Videography করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা– প্রার্থীর বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন– ৩৩০০ টাকা/ প্রজেক্ট।

**এছাড়াও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে, অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন। বিজ্ঞপ্তি ডাউনলোড করতে নীচে দেওয়া লিংকে ক্লিক করুন।

আবেদন পদ্ধতি

  • উপরের পদগুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।
  • এরপর বিজ্ঞপ্তির মধ্যে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  • পূরণ করা আবেদনপত্র সহ প্রয়োজনীয় নথি সংস্থার ইমেইল আইডি hiring.ddbangla@gmail.com এ পাঠাতে হবে অথবা, নীচে দেওয়া ঠিকানায় পোস্ট/ নিজে গিয়ে জমা করতে পারেন।

আবেদনপত্র জমা করার ঠিকানা

বাই পোস্ট বা বাই হ্যান্ড জমা করতে হবে নিচের ঠিকানায়। (ইমেইলের মাধ্যমে আবেদন করলে নিচের ঠিকানায় আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি পাঠানোর প্রয়োজন নেই)।

Head of Programme.

Doordarshan Kendra Kolkata,

18/3, Uday Sankar Sarani,

Golf Green, Kolkata – 700095

আবেদনের শেষ তারিখ

আবেদন করতে হবে ৩১ মে, ২০২৩ তারিখ বিকাল ৫ টার মধ্যে।

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটprasarbharati.gov.in
MORE JOB UPDATECLICK HERE

👉 রাজ্যে কেন্দ্রীয় সংস্থার অধীনে নিয়োগ, আবেদন করুন অনলাইনে

👉 মাধ্যমিক পাশে ভারতের সমীক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, বেতন ১৯,৯০০ টাকা থেকে শুরু

👉 হলদিয়াতে ইন্ডিয়ান অয়েলে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু

👉 Swami Vivekananda Scholarship 2023 – আবেদনের বিস্তারিত তথ্য জেনে নিন।

👉 মাধ্যমিক পাশ করলেই রাজ্যের এই স্কলারশিপে মিলবে ১০ হাজার টাকা, কারা পাবেন, কিভাবে আবেদন করবেন?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin