প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক সময়সীমা আরও একবার বাড়ানো হয়েছে। এই নিয়ে মোট পাঁচবার এই সময়সীমা বাড়ানো হয়েছে। প্যান ও আধার লিংকের সময়সীমা বাড়িয়ে ৩০ জুন ২০২৩ পর্যন্ত করা হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে। সময়সীমা বৃদ্ধির সাথে সাথে জরিমানার অংকটা আগের মতোই আছে অর্থাৎ এই দুই নথি লিঙ্ক করতে হবে ১০০০ টাকা জরিমানা দিয়ে।
এই সময়সীমার মধ্যেও যারা নিজেদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন না, তাদের প্যান কার্ড ১ জুলাই ২০২৩ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই বিপদ এড়াতে যত শীঘ্রই সম্ভব এই কাজটি সেরে ফেলুন।
কিন্তু অনেকেই আবার মনে করতে পারছেন না যে, অতীতে প্যান ও আধার লিঙ্ক করা হয়েছে কিনা? এই নিয়ে চিন্তার করার দরকার নেই, নিচের এই স্টেপগুলির মাধ্যমে জেনে নিতে পারবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না আছে কিনা।
PAN Aadhaar Link Status Check
১) প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ই-ফিলিং পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in -এর হোম পেজে যেতে হবে।
২) তারপর ‘Link Aadhaar Status’ অপশনে ক্লিক করতে হবে।
৩) তারপর আপনার ১০ সংখ্যার প্যান নম্বর এবং ১২ সংখ্যার আধার নম্বর সঠিকভাবে লিখতে হবে।
৪) লেখার পর Validate অপশনে ক্লিক করলে দেখতে পাবেন আপনার প্যান আধার লিঙ্ক আছে কিনা। যদি লিঙ্ক না থাকে তাহলে লিঙ্ক করতে হবে। তার জন্য আপনাকে ১০০০ টাকা ফাইন দিতে হবে।
কিভাবে প্যান ও আধার লিঙ্ক করবেন?
১) প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ই-ফিলিং পোর্টালের হোম পেজে যেতে হবে।
২) তারপর ‘Link Aadhaar’ অপশনে ক্লিক করতে হবে।
৩) তারপর আপনার ১০ সংখ্যার প্যান নম্বর এবং ১২ সংখ্যার আধার নম্বর লিখে Validate অপশনে ক্লিক করতে হবে।
৪) তারপর আবার আপনার প্যান নম্বর, আধার এবং মোবাইল নম্বর লিখে OTP ভেরিফাই করতে হবে।
৫) Continue অপশনে ক্লিক করলে e-Pay Tax পেজ খুলে আসবে।
৬) এখানে আপনাকে Income Tax -এর অধীনে থাকা Proceed অপশনে ক্লিক করতে হবে।
৭) তারপর Assessment Year সিলেক্ট করতে হবে 2023-24
৮) Tax of Payment সিলেক্ট করতে হবে Other Receipt (500)
৯) সিলেক্ট করার পর Continue অপশনে ক্লিক করতে হবে।
১০) সবশেষে আপনাকে ১০০০ টাকা পামেন্ট করতে হবে।
প্যান-আধার লিংকের অনুরোধ করার পর আপনার লিঙ্ক হয়েছে কিনা জানতে উপরে দেওয়া প্রথমের স্টেপ ‘PAN Aadhaar Link Status Check’ দেখুন।
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 ছোট ফোন দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন, মাত্র এক মিনিটের কাজ
👉 Krishak Bandhu – কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? স্ট্যাটাস চেক করুন
👉 আধার কার্ড বানাবেন? থাকতে হবে এই যোগ্যতা! বাধ্যতামূলক
👉 Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন