চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হিন্দুস্থান কপার লিমিটেডে প্রশিক্ষণের মাধ্যমে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ। সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনার যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই এখানে আবেদনযোগ্য। ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।
Advertisement No. | HCL/MCP/HR/Trade App. /2023 |
নিয়োগকারী সংস্থা | Hindustan Copper Limited (HCL) |
মোট শূন্যপদের সংখ্যা | ১৮৪ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ৫ আগস্ট, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.hindustancopper.com |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
Hindustan Copper Limited Recruitment 2023
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
- Trade Apprentice
মোট শূন্যপদ
এখানে সব মিলিয়ে মোট ১৮৪ টি শূন্যপদ রয়েছে। ট্রেড অনুযায়ী শূন্যপদের সংখ্যা হলো –
ট্রেডের নাম | শূন্যপদের সংখ্যা |
Mate (Mines) | ১০ টি |
Blaster (Mines) | ২০ টি |
Diesel Mechanic | ১০ টি |
Fitter | ১৬ টি |
Turner | ১৬ টি |
Welder (Gas & Electric) | ১৬ টি |
Electrician | ৩৬ টি |
Draughtsman (Civil) | ৪ টি |
Draughtsman (Mechanical) | ৩ টি |
Computer Operator & Programming Assistant | ২০ টি |
Surveyor | ৮ টি |
AC & Refrigeration Machine | ২ টি |
Mason (Building Constructor) | ৪ টি |
Carpenter | ৬ টি |
Plumber | ৫ টি |
Horticulture Assistant | ৪ টি |
Instrument Mechanics | ৪ টি |
মোট শূন্যপদের সংখ্যা | ১৮৪ টি |
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বাধিক ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বৃত্তির পরিমাণ
সংশ্লিষ্ট ট্রেডে নির্বাচিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী প্রতিমাসে বৃত্তি (Stipend) দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৬০ টি
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য সবার প্রথমে www.apprenticeship.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Hindustan Copper Limited, Malanjkhand Copper Project অপশনটি বেছে নিতে হবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে প্রার্থীদের www.hindustancopper.com ওয়েবসাইটে গিয়ে লগইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে করে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
নির্বাচন প্রক্রিয়া
মাধ্যমিক ও ITI -তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৬.০৭.২০২৩ |
আবেদন শুরু | ০৬.০৭.২০২৩ |
আবেদন শেষ | ০৫.০৮.২০২৩ |
নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে | ১৯.০৮.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
✅ আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | https://www.hindustancopper.com/ |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন
🔥 ৬৩২৯ টি শূন্যপদে টিচিং ও নন-টিচিং পদে চাকরির সুযোগ, কোন কোন পদে? বেতনই বা কত?
🔥 রাজ্যে রামকৃষ্ণ মিশনে গ্রুপ সি পদে কাজের সুযোগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ
🔥 মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ! মোট ৫০০ টি শূন্যপদ রয়েছে
🔥 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে প্রশিক্ষণের সুযোগ, প্রতিমাসে ১৮ – ২৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে