ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে প্রশিক্ষণের সুযোগ, প্রতিমাসে ১৮ – ২৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে

BPCL Recruitment 2023:- ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে প্রার্থী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে গ্রাজুয়েট অপ্রেন্টিস ও টেকনিশিয়ান (ডিপ্লোমা)/ নন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অপ্রেন্টিস বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি এই প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

Advertisement No.
নিয়োগকারী সংস্থাBharat Petroleum Corporation LTD.
প্রশিক্ষণের নামGraduate Apprentices, Technical (Diploma)/Non Engineering Graduate
মোট শূন্যপদ১৩৮ টি
স্টাইপেন্ড (₹)১৮,০০০/- থেকে ২৫,০০০/-
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৪ সেপ্টেম্বর, ২০২৩
কাজের স্থানমুম্বাই
অফিসিয়াল সাইটwww.mhrdnats.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

BPCL Recruitment 2023

প্রশিক্ষণের নাম (Post Name)

এখানে যে সমস্ত বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলি হলো – Graduate Apprentices এবং Technical (Diploma)/Non Engineering Graduate

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে সব মিলিয়ে মোট ১৩৮ টি শূন্যপদ রয়েছে।

Discipline NameNumber of training places
Chemical২৯ টি
Civil১৪ টি
Electrical১৯ টি
Instrumentation১৮ টি
Mechanical৩৮ টি
Technology Computer Science২ টি
Fire & Safety৮ টি
B.Com৬ টি
B.Sc৪ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Graduate Apprentices পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিভাগে পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি করে থাকতে হবে।

Technical (Diploma)/ Non Engineering Graduate পদে আবেদনের জন্য প্রার্থীকে ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিভাগে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

০১.০৯.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

স্টাইপেন্ড (Stipend)

Graduate Apprentices বিভাগে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৫,০০০/- টাকা এবং Technical (Diploma)/Non Engineering Graduate বিভাগে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৮,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ জেল পুলিশে কিভাবে আবেদন করবেন দেখে নিন সম্পূর্ন ভিডিও

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য নিচের কয়েকটি স্টেপ ফলো করতে হবে –

  • আবেদন করার জন্য প্রথমে www.mhrdnats.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর Enroll অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর পোর্টালে লগইন করে আবেদন ফর্ম ফিলাপ করতে হবে।
  • এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।

শুধুমাত্র Non Engineering Graduate (B.Com/ B.Sc) প্রার্থীদের পোর্টালে Enroll করতে হবে না, সরাসরি নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ এবং প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করে আবেদন করতে হবে।

আবেদন লিঙ্ক – Link

তবে আবেদন করার আগে অবশ্যই BPCL Recruitment 2023 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখবেন।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১০.০৭.২০২৩
আবেদন শুরু১০.০৭.২০২৩
আবেদন শেষ০৪.০৯.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
✅ আবেদন লিঙ্কApply Now
Only for Non Engineering Graduate (B.Com/ B.Sc) CandidatesApply Link
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.mhrdnats.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 MORE JOBS UPDATECLICK HERE

🔥 মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে Group-D পদে প্রচুর কর্মী নিয়োগ

🔥 মাধ্যমিক পাশে এয়ারপোর্টে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ

🔥 ৬৩২৯ টি শূন্যপদে টিচিং ও নন-টিচিং পদে চাকরির সুযোগ

🔥 WBPSC এর মাধ্যমে রাজ্যের কৃষি দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin