রাজ্যের বিদ্যুৎ দপ্তরে শিক্ষানবিশ নেবে, মোট শূন্যপদ ৬০ টি! আবেদন পদ্ধতি জেনে নিন

চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে চাকরির সুখবর। সম্প্রতি রাজ্যের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL)- সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।

Advertisement No.WBPDCL/Apprentice/2023/01
নিয়োগকারী সংস্থাThe West Bengal Power Development Corporation Limited (WBPDCL)
মোট শূন্যপদের সংখ্যা৬০ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ২১ আগস্ট, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.wbpdcl.co.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsড়ু

WBPDCL Recruitment Notification 2023

পদের নাম (Post Name)

এখানে শিক্ষানবিশ নেওয়া হবে। Technician Apprentice – Graduate এবং Technician Apprentice – Diploma শিক্ষানবিশ নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে সব মিলিয়ে মোট ৬০ টি শূন্যপদ রয়েছে।

WBPDCL Recruitment Notification 2023

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Technician Apprentice – Graduate:- AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Mechanical/ Electrical Engineering/ Instrumentation/ Mining বিষয়ে ৪ বছরের পূর্ণ সময়ের Graduate Degree করা থাকতে হবে প্রার্থীকে।

Technician Apprentice – Diploma:- AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Mechanical/ Electrical Engineering/ Instrumentation বিষয়ে ৩ বছরের পূর্ণ সময়ের Diploma কোর্স করা থাকতে হবে প্রার্থীকে।

বয়সসীমা (Age Limit)

Technician Apprentice – Graduate:- প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে।

Technician Apprentice – Diploma:- প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে।

বয়স হিসাব করতে হবে ০১.০৭.২০২৩ তারিখ অনুযায়ী।

মাসিক স্টাইপেন্ড (Stipend)

Graduate Apprentice (Mechanical/ Electrical/ Instrumentation/ Mining)₹ ৯০০০/-
Diploma Apprentice (Mechanical/ Electrical/ Instrumentation)₹ ৮০০০/-

নতুন চাকরির খবরঃ ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন

আবেদন পদ্ধতি (Apply Process)

এখানে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.wbpdcl.co.in এ গিয়ে Apply Online অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ০১.০৮.২০২৩ তারিখ থেকে। চলবে ২১ আগস্ট পর্যন্ত।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

আবেদন শুরু০১.০৮.২০২৩
আবেদন শেষ২১.০৮.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
✅ আবেদন লিঙ্ক (Active হবে ০১.০৮.২০২৩ থেকে)Apply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.wbpdcl.co.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔥 ৬৩২৯ টি শূন্যপদে টিচিং ও নন-টিচিং পদে চাকরির সুযোগ

🔥 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে প্রশিক্ষণের সুযোগ

🔥 মাধ্যমিক পাশে এয়ারপোর্টে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ

🔥 রাজ্য সরকারের নতুন প্রকল্প! পাবেন ৩০ হাজার টাকা

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin