চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে চাকরির সুখবর। সম্প্রতি রাজ্যের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL)- সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।
Advertisement No. | WBPDCL/Apprentice/2023/01 |
নিয়োগকারী সংস্থা | The West Bengal Power Development Corporation Limited (WBPDCL) |
মোট শূন্যপদের সংখ্যা | ৬০ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ২১ আগস্ট, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbpdcl.co.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
WBPDCL Recruitment Notification 2023
পদের নাম (Post Name)
এখানে শিক্ষানবিশ নেওয়া হবে। Technician Apprentice – Graduate এবং Technician Apprentice – Diploma শিক্ষানবিশ নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সব মিলিয়ে মোট ৬০ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Technician Apprentice – Graduate:- AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Mechanical/ Electrical Engineering/ Instrumentation/ Mining বিষয়ে ৪ বছরের পূর্ণ সময়ের Graduate Degree করা থাকতে হবে প্রার্থীকে।
Technician Apprentice – Diploma:- AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Mechanical/ Electrical Engineering/ Instrumentation বিষয়ে ৩ বছরের পূর্ণ সময়ের Diploma কোর্স করা থাকতে হবে প্রার্থীকে।
বয়সসীমা (Age Limit)
Technician Apprentice – Graduate:- প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে।
Technician Apprentice – Diploma:- প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে।
বয়স হিসাব করতে হবে ০১.০৭.২০২৩ তারিখ অনুযায়ী।
মাসিক স্টাইপেন্ড (Stipend)
Graduate Apprentice (Mechanical/ Electrical/ Instrumentation/ Mining) | ₹ ৯০০০/- |
Diploma Apprentice (Mechanical/ Electrical/ Instrumentation) | ₹ ৮০০০/- |
নতুন চাকরির খবরঃ ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন
আবেদন পদ্ধতি (Apply Process)
এখানে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.wbpdcl.co.in এ গিয়ে Apply Online অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ০১.০৮.২০২৩ তারিখ থেকে। চলবে ২১ আগস্ট পর্যন্ত।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
আবেদন শুরু | ০১.০৮.২০২৩ |
আবেদন শেষ | ২১.০৮.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
✅ আবেদন লিঙ্ক (Active হবে ০১.০৮.২০২৩ থেকে) | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.wbpdcl.co.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 ৬৩২৯ টি শূন্যপদে টিচিং ও নন-টিচিং পদে চাকরির সুযোগ
🔥 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে প্রশিক্ষণের সুযোগ