Paytm Loan Online Apply: Paytm দিচ্ছে আকর্ষণীয় লোন, তাও আবার কোনো ডকুমেন্টস ছাড়াই। অবিলম্বে আবেদন করুন

Paytm Loan Online Apply: আপনি যদি পার্সোনাল লোন নেওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন কিন্তু কিছু অর্জন করতে সক্ষম না হন, তাহলে এখন আর কেউ আপনাকে আপনার পছন্দসই পরিমাণের ব্যক্তিগত ঋণ দেবে না কিন্তু আপনার মোবাইলে ইনস্টল থাকা Paytm অ্যাপটি কোনো ডকুমেন্টস লোন প্রদান করবে। সেই কারণেই আমরা এই প্রতিবেদনে আপনাকে Paytm Loan Online Apply সম্পর্কে বলবো।

আপনাকে বলে রাখি যে, Paytm Loan Online Apply করার জন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না কিন্তু KYC Complete করতে হবে। যার সম্পূর্ন তথ্য এই প্রতিবেদনে আমরা প্রদান করেছি।

SBI Zero Balance Account Open Instantly : অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন স্টেট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট 2023

Step By Step Process of Paytm Loan Online Apply

  • Paytm Loan Online Apply করার জন্য আপনাকে আপনার মোবাইলে ইনস্টল থাকা Paytm App ওপেন করতে হবে,
  • ড্যাশবোর্ডে আপনি Personal Loan অপশন পাবেন, সেটিতে ক্লিক করুন,
  • এরপর Get it Now অপশনে ক্লিক করুন,
  • আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে,
  • এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে Proceed অপশনে ক্লিক করুন,
  • ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে,
  • এখানে আপনার Occupation Details লিখে Confirm অপশনে ক্লিক করুন,
  • এরপর Gender সিলেক্ট করে Submit অপশনে ক্লিক করুন,
  • ক্লিক করার পরে, আপনার সামনে একটি নতুন পেজ খুলবে যেখানে আপনার দ্বারা প্রদান করা তথ্য অনুসারে, আপনার জন্য Best Offer of Loan চেক করা হবে,
  • এরপরে আপনাকে বলা হবে যে আপনি কত টাকার লোনের জন্য আবেদন করতে পারবেন, যা এরকম কিছু হবে –
  • এরপর Get Started অপশনে ক্লিক করুন,
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে, যা নিম্নরূপ হবে –
Paytm Loan Online Apply
  • এখানে, আপনি যদি অফারের চেয়ে কম টাকার লোন নিতে চান, তবে আপনি লোনের পরিমাণ কমাতে পারেন, অন্যথায় আপনি যদি সম্পূর্ণ লোন নিতে চান তবে Continue অপশনে ক্লিক করুন,
  • ক্লিক করার পর এর KYC পেজটি আপনার সামনে খুলবে,
  • এখানে আপনার KYC সম্পূর্ন করার জন্য আপনার Selfie নিয়ে আপলোড করুন,
  • এরপর আবেদন ফর্ম খুলে আসবে এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোন পেতে চান সেই Bank Account Details লিখুন,
  • এরপর Submit অপশনে ক্লিক করুন,
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

উপরের সমস্ত স্টেপস ফলো করে আপনি খুব সহজে Paytm App থেকে Paytm Loan Online Apply করতে পারবেন।

PAN Aadhar Link Status Check: প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা? চেক করুন খুব সহজে

Pan Card and Aadhar Card Link: এই দিনের মধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করলে নিষ্ক্রিয় হবে প্যান কার্ড, জানুন লিঙ্ক করবেন কিভাবে?

SBI 5 মিনিটের মধ্যে 50,000 টাকা লোন দিচ্ছে, এইভাবে আবেদন করুন

Important Links

Download PayTm AppDownload
Join Our Telegram ChannelJoin Now

📌 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

📌 ভারতীয় ডাক বিভাগে প্রচুর গ্রুপ-ডি পদে নিয়োগ, যোগ্যতা- মাধ্যমিক পাশ

📌 পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

📌Fino Bank CSP Apply: ফিনো ব্যাঙ্কের CSP/BC নিয়ে নিজের ব্যবসা শুরু করুন, প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা আয় হবে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin