সমস্ত স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়ে গেছে, আপনি কবে টাকা পাবেন এই পদ্ধতিতে চেক করুন

পড়ুয়াদের জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপ রয়েছে। ইতিমধ্যেই স্কলারশিপ 2023 এর টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আপনি যদি 2023-2023 শিক্ষাবর্ষে এই স্কলারশিপে আবেদন করে থাকেন, তাহলে আপনি অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন যে আপনার স্কলারশিপের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।

রাজ্যের বেকার যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন, এখনই আবেদন করুন

এখন আপনি বাড়িতে বসে খুব সহজে মোবাইল ফোন দিয়ে অনলাইনের মাধ্যমে এই সমস্ত স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবেন – স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship), ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) এবং ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)। নিচের স্টেপগুলি ফলো করে স্ট্যাটাস চেক করুন –

Swami Vivekananda Scholarship Status Check Online 2023

১) Swami Vivekananda Scholarship Status Check করার জন্য আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে।
২) এরপর Application Login অপশনে ক্লিক করতে হবে।
৩) ক্লিক করার পর আপনার Application Id এবং Password সঠিকভাবে লিখতে হবে।
৪) এরপর স্ক্রিনে সিকিউরিটি কোড দেখতে পাবেন, সেটি লিখে Login অপশনে ক্লিক করতে হবে।
৫) লগইন করার পর স্ট্যাটাস পেজ খুলে আসবে, এখানে দেখতে পাবেন আপনার আবেদন এপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং রয়েছে।

এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নীচে দেওয়া হয়েছে।

Medhashree Prakalpa: রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা। প্রত্যেক ছাত্র-ছাত্রীরা পাবে ৮০০ টাকা

Aikyashree Scholarship Status Check Online 2023

১) Aikyashree Scholarship Status Check করার জন্য আপনাকে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে।
২) হোম পেজে থাকা Student Area অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর Track Application অপশনে ক্লিক করতে হবে।
৪) এরপর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জেলার নাম সিলেক্ট করে Ok অপশনে ক্লিক করতে হবে।

৫) এরপর আপনার রেজিস্ট্রেশন বর্ষ, জেলা, Application Id অথবা Mobile Number, জন্ম তারিখ (DOB) এবং ক্যাপচা কোড সঠিকভাবে লিখে Submit অপশনে ক্লিক করতে হবে।
৬) সাবমিটে ক্লিক করার পর আপনার স্ট্যাটাস পেজটি খুলে আসবে। এবং সেখানে দেখতে পাবেন আপনার আবেদন এপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে।

এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নীচে দেওয়া হয়েছে।

PAN Card Big Update – আপনার প্যান কার্ড আছে? তবে আজই সেরে নিন এই কাজ! নইলে দিতে হবে 10,000 টাকা জরিমানা।

Oasis Scholarship Status Check Online 2023

১) Oasis Scholarship Status Check করার জন্য আপনাকে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে।
২) হোম পেজে থাকা Track An Application Status অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জেলার নাম সিলেক্ট করে Submit অপশনে ক্লিক করে Ok অপশনে ক্লিক করতে হবে।
৪) পরবর্তী পেজে আপনার Application Id/User Id, জেলা, Session সিলেক্ট করে ক্যাপচা কোড লিখে CHECK STATUS অপশনে ক্লিক করতে হবে।

৫) ক্লিক করার পর আপনার সামনে এর স্ট্যাটাস চলে আসবে। এখানে আপনার আবেদন স্ট্যাটাস দেখতে পাবেন।

এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নীচে দেওয়া হয়েছে।

Yuvashree Prakalpa: রাজ্যের যুবক যুবতীদের 1500 টাকা করে দিচ্ছে সরকার। রইলো আবেদন পদ্ধতি।

Important Links

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Swami Vivekananda Scholarship WebsiteClick Here
Aikyashree Scholarship WebsiteClick Here
Oasis Scholarship WebsiteClick Here

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin