ATM Card নিয়ে যেতে ভুলে গেছেন? এইভাবে ATM কার্ড ছাড়া মোবাইল দিয়ে টাকা তুলুন

Without ATM Card Cash Withdrawal: আমাদের অনেক সময় হয় যে, আমরা বাইরে বেরিয়েছি কিন্তু নিজের কাছে নগদ টাকা নেই। এমনকি ATM Card অর্থাৎ ডেবিট কার্ড সঙ্গে নিতে ভুলে যাই এবং যদি কোনো জায়গায় নগদ টাকা ছাড়া UPI পেমেন্ট গ্রহণযোগ্য নয়। তখন আমাদের সেই পরিস্থিতিতে চিন্তার মধ্যে পড়তে হয়।

কিন্তু এখন আর চিন্তা করতে হবে না। কারণ বর্তমানে আপনি ATM Card ছাড়া ATM মেশিন থেকে UPI এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), আইসিআই ব্যাঙ্ক (ICICI), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC), এছাড়াও আরও অন্যান্য ব্যাঙ্কের এটিএম-গুলি এই পরিষেবা উপলব্ধ করেছে। আপনি PhonePe, GPay, Paytm, BHIM এবং ব্যাঙ্কগুলির নিজস্ব UPI অ্যাপ ব্যবহার করে কার্ড ছাড়া টাকা তুলতে পারবেন (Without ATM Card Cash Withdrawal) ।

ভুল অ্যাকাউন্টে হয়ে গেছে UPI পেমেন্ট, তবে টাকা পাবেন ফেরত, জানুন এর সম্পূর্ন উপায়

UPI ব্যবহার করে ATM থেকে টাকা কিভাবে তুলবেন?

১) UPI ব্যবহার করে ATM থেকে টাকা তোলার জন্য আপনাকে এটিএম মেশিনের স্ক্রিনে প্রদর্শিত Cash Withdrawal অপশনে ক্লিক করতে হবে।
২) এরপর আপনাকে UPI অপশনটি সিলেক্ট করতে হবে।
৩) এরপর আপনার মোবাইলে থাকা যেকোনো একটি UPI অ্যাপ খুলে এটিএম মেশিনের স্ক্রিনে প্রদর্শিত QR কোড স্ক্যান করতে হবে।
৪) এরপর আপনি কত টাকা তুলতে চান তা লিখতে হবে। (5,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন)

৫) এরপর আপনার মোবাইলের UPI অ্যাপে UPI PIN লিখে Proceed অপশনে ক্লিক করতে হবে।
৬) এরপর এটিএম মেশিন থেকে নগদ টাকা নিয়ে পারবেন।

এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন, সঙ্গে থাকুন এই ধরনের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

আরও পড়ুন 👇

👉LPG Gas New Subsidy – এবার থেকে প্রতিমাসে ২০০ টাকা করে ভর্তুকি মিলবে রান্নার গ্যাসে, বিরাট ঘোষণা কেন্দ্রের

👉 NPS Withdrawal New Rules 2023 – পেনশনের টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন, এই কাজটি না করলে পাবেন না টাকা

👉 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

👉 Aadhaar DOB Limit Cross Solution – আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার লিমিট পেরিয়ে গেছে? মাত্র 24 ঘণ্টায় আপডেট হবে DOB

👉 কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin