CRPF Recruitment 2023: কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) -এর তরফে প্রচুর শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯০০০ এর বেশি শূন্যপদ রয়েছে। যেখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীদের ২৭ মার্চ ২০২৩ থেকে ২৫ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শূন্যপদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
CRPF Recruitment 2023 – Overview
নিয়োগকারী সংস্থা | Central Reserve Police Force (CRPF) |
মোট শূন্যপদ | 9212 |
পদের নাম | Constable (Technical & Tradesmen) |
বেতন | Rs. 21,700 – 69,100/- (Level- 3) |
আবেদন শুরু তারিখ | 27 মার্চ, 2023 |
আবেদনের শেষ তারিখ | 25 এপ্রিল, 2023 |
নিয়োগ প্রক্রিয়া | Online ExamPST and PETTrade TestDocument VerificationMedical Test |
Official Website | crpf.gov.in |
Join Telegram Channel | Click Here |
কেন্দ্রীয় খনি দপ্তরে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ চলছে | CIMFR Recruitment 2023
পদের নাম
Constable (Technical & Tradesmen) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
মোট শূন্যপদ রয়েছে ৯,২১২ টি। (পুরুষ- ৯,১০৫টি & মহিলা- ১০৭টি)
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৭০৭ টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।
বয়স
প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।
বেতন
সংশ্লিষ্ট পদে নিযুক্ত হলে প্রার্থীদের ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি
- ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
- রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর মোবাইল নম্বর, ইমেইল আইডি, ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর আবেদন ফি জমা করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
আবেদন ফি
- General/EWS/OBC – ১০০ /- টাকা।
- SC/ST/Female – আবেদন ফি লাগবে না।
- পেমেন্ট মেথড – BHIM UPI, Net Banking, Debit Card, Credit Card
নিয়োগ প্রক্রিয়া
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের অনলাইন কম্পিউটার বেসড টেস্ট (CBT), ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ট্রেড টেস্ট, মেডিক্যাল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।
পরীক্ষা কেন্দ্র
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, সুরি। অনলাইন আবেদন করার সময় প্রার্থীকে তার পছন্দের পরীক্ষা কেন্দ্র বেছে নিতে হবে।


গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু তারিখ – ২৭ মার্চ ২০২৩ থেকে
- আবেদনের শেষ তারিখ – ২৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত
- অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ – ২০ জুন থেকে ২৫ জুন ২০২৩
- পরীক্ষার তারিখ – ১ জুলাই থেকে ১৩ জুলাই ২০২৩
গুরুত্বপূর্ন লিঙ্ক
Official Notification: Download PDF
Apply Now: Click Here
FAQs of CRPF Recruitment 2023
What is CRPF Constable Application Starting Date?
The Application Will Start On 27 March 2023.
What is CRPF Constable Exam Date 2023?
CRPF Will Conduct The Online Exam From 01 July To 13 July 2023.
What is CRPF Constable Application Last Date?
25 April 2023
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
📌 NPCIL -এ ইন্টারভিউয়ের মাধ্যমে ৩২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনের মাধ্যমে
📌 ১২০ টি শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন | GAIL Recruitment 2023
📌 Tatkal Train Ticket – আর দরকার নেই দালালের, এবার ঘরে বসে পাবেন ট্রেনের কনফার্ম টিকিট।