স্বাস্থ্য সাথী কার্ড আছে আপনার? কার্ডে কার কার নাম যুক্ত আছে এবং কত টাকা ব্যালেন্স আছে চেক করুন এইভাবে।

Published on:
Swasthya Sathi card balance check

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে রাজ্যের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে চালু করা হয়েছিল “স্বাস্থ্য সাথী কার্ড” (Swasthya Sathi Card)। রাজ্যের বেশিরভাগ পরিবার এই কার্ডের আওতায় রয়েছেন। স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় থাকা পরিবার প্রত্যেক বছর 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পেয়ে থাকেন।

- Advertisement -

আপনি যদি জানেন না যে, আপনার স্বাস্থ্য সাথী কার্ডে আপনার পরিবারের কার কার নাম যুক্ত রয়েছে এবং কত টাকা ব্যালেন্স আছে। আমরা এই প্রতিবেদনে জানাবো আপনার স্বাস্থ্য সাথী কার্ডে কার কার নাম যুক্ত আছে এবং কত টাকা ব্যালেন্স আছে তা জানার সম্পূর্ন পদ্ধতি সম্পর্কে।

আপনার যদি স্বাস্থ্য সাথী কার্ড না থাকে তবে নিচের লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করুন –

- Advertisement -

Swasthya Sathi Card: স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করুন, জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

- Advertisement -

স্বাস্থ্য সাথী কার্ডে কার কার নাম যুক্ত আছে এবং কত টাকা ব্যালেন্স আছে জেনে নিন এইভাবে

১) প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে Swasthya Sathi অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। App Download Link – Click Here
২) এরপর এই অ্যাপটি ওপেন করতে হবে।
৩) ওপেন করার পর URN Verification অপশনে ক্লিক করতে হবে।
৪) এরপর আপনাকে আপনার জেলা সিলেক্ট করে আপনার স্বাস্থ্য সাথী কার্ডের নম্বর লিখে SHOW DATA অপশনে ক্লিক করতে হবে।

৫) ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার কার্ডে কার কার নাম যুক্ত আছে এবং তাদের নাম এক্টিভ আছে কিনা।
৬) কার্ডের ব্যালেন্স চেক করার জন্য আপনাকে View Balance অপশনে ক্লিক করতে হবে।
৭) ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার স্বাস্থ্য সাথী কার্ডে কত টাকা ব্যালেন্স আছে অর্থাৎ চিকিৎসায় কত টাকা খরচ করতে পারবেন।

লক্ষ্মীর ভান্ডারের টাকা পান? বিরাট বড় সুখবর, এবার 60 বছর পেরোলেও পাবেন টাকা।

📌 যদি এই যোজনায় ২০০০ টাকা করে না পান, তাহলে New Registration করুন

📌 Post Office New Scheme: পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

📌 পি.এম কিষাণ যোজনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush