আধার কার্ড হারিয়ে গেছে আপনার? চিন্তা নেই, হারিয়ে যাওয়া আধার কার্ড ও আধার নম্বর পাবেন, জেনে নিন কিভাবে

বর্তমানে ভারতবাসীদের কাছে আধার কার্ড (Aadhaar Card) প্রধান পরিচয়পত্র হয়ে উঠেছে। ভারত সরকার ও রাজ্য সরকারের যেকোনো প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এই আধার কার্ড একটি গুরুত্বপূর্ন ডকুমেন্ট। এই ডকুমেন্ট ছাড়া সেগুলোর সুবিধা পাওয়া সম্ভব নয়। এছাড়া যেকোনো দরকারে, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, পড়াশোনা, চাকরি পেতে, এমনকি পরীক্ষাতেও প্রধান পরিচয়পত্র হিসেবে আধার কার্ড জমা দিতে হচ্ছে।

এখন আবার প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সর্বত্র ডকুমেন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হচ্ছে। এই অতি গুরুত্বপূর্ণ আধার কার্ডটি যদি কোনোভাবে হারিয়ে যায়, তাহলে মাথায় যে হাত পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই আমাদের মনে মনে প্রশ্ন আসে আধার কার্ড হারিয়ে গেলে কী করবো? হারিয়ে যাওয়া আধার কার্ড নম্বর কিভাবে জানবো? কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়?

তবে চিন্তা নেই, আধার কার্ড হারিয়ে গেলে আপনি সেটা পুনরায় নতুন পাবেন এবং হারিয়ে যাওয়া আধার কার্ড নম্বর খুব সহজেই বের করতে পারবেন। আধার নম্বর বের করার জন্য আধার কার্ড হোল্ডারের নাম ও আধার লিংকড মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে।

হারিয়ে যাওয়া আধার কার্ড নাম্বার বের করার উপায়

আপনার হারিয়ে যাওয়া আধার কার্ডের নম্বর কিভাবে জানবেন তা নিম্নলিখিত ধাপগুলিতে বর্ণনা করা হলো –

১) প্রথমে https://myaadhaar.uidai.gov.in/ এই ওয়েবসাইটে যান।

২) এরপর Retrieve EID / Aadhaar অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আধার কার্ড হোল্ডারের নাম ও আধার লিংকড মোবাইল নম্বর বা ইমেইল আইডি সঠিকভাবে লিখুন।

৪) ক্যাপচা কোড লিখে Send OTP অপশনে ক্লিক করে OTP ভেরিফাই করুন।

৫) এরপর আপনার আধার কার্ড লিঙ্কড মোবাইল নম্বরে আপনার আধার নম্বর মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন।

আরও পড়ুন – বাড়িতে বসে পুরোনো ভোটার কার্ডকে মোবাইলের মাধ্যমে PVC Voter Card এ কনভার্ট করুন, মাত্র ২ মিনিটে

হারিয়ে যাওয়া আধার কার্ড পুনরায় পাবেন

হারিয়ে যাওয়া আধার কার্ড এবার সহজ উপায়েই ফেরত পাবেন। শুধু ফেরত পাবেন তা নয়, বরং আগের কাগজের আধার কার্ডের বদলে বর্তমানে অতি অত্যাধুনিক PVC বা পলিভিনাইল ক্লোরাইড আধার কার্ড হাতে পাবেন।

PVC আধার কার্ড শোনার পর স্বাভাবিকভাবেই মনে কৌতূহল জাগবে। কিন্তু এই পিভিসি আধার কার্ড কিন্তু অন্য কিছু না। এটি আধার কার্ডই, এই আধার কার্ডে আপনার তথ্য একই থাকবে, শুধুমাত্র মেটারিয়ালটা আলাদা। ফলে রোদ, ঝড় বা বৃষ্টিতে আধার কার্ড নষ্ট হবে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এটি এটিএম কার্ডের মতো প্লাস্টিকের হয়ে থাকে।

১) প্রথমে UIDAI এর My Aadhaar ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ -এ ভিজিট করুন।

২) এরপর Order Aadhaar PVC Card অপশনে ক্লিক করুন।

৩) এরপর আপনার ১২ সংখ্যার আধার নম্বর বা ২৮ সংখ্যার আধার এনরোলমেন্ট আইডি লিখে ক্যাপচা কোড লিখুন।

৪) এরপর আপনার আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে My mobile number is not registered চেকবক্সে ক্লিক করুন, যদি লিঙ্ক থাকে তাহলে Login করে অর্ডার করুন।

৫) এরপর Send OTP অপশনে ক্লিক করে OTP ভেরিফাই করুন।

৬) এরপর পেমেন্ট পেজ আসবে, ৫০ টাকা পেমেন্ট করুন।

৭) সফলভাবে পেমেন্ট করা হলে আপনার PVC আধার কার্ড আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনার আবেদনের ৫ দিনের UIDAI কর্তৃপক্ষ PVC আধার কার্ড প্রিন্ট করে ভারতীয় ডাক বিভাগের হাতে তুলে দেবে।

৮) এরপর আপনার PVC আধার কার্ড ভারতীয় ডাক বিভাগের স্পীড পোস্টের মাধ্যমে প্রায় ২ থেকে ৩ দিনের মধ্যে আপনার হাতে চলে আসবে।

আপনি চাইলে অনলাইনের বদলে অফলাইনের মাধ্যমে PVC আধার কার্ড আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে ৫০ টাকা দিয়ে আবেদন করতে হবে।

ইন্ডিয়ান নেভিতে চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি দেখে নিন

মনে রাখবেন, শুধু আধার কার্ড হারিয়ে গেলে PVC আধার কার্ডের জন্য আবেদন করতে হয় তা নয়, আপনার কাছে নিজস্ব আধার কার্ড থাকা সত্বেও এই PVC আধার কার্ড নিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে ৫৯ টাকা খরচ করে উপরের প্রক্রিয়ায় PVC আধার কার্ড আবেদন করতে হবে।

👉 কোথাও না গিয়ে, এখন বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট অনলাইনে মোবাইল দিয়ে আবেদন ও ডাউনলোড করুন

👉 আধার কার্ড আর অনলাইনে সংশোধন করতে পারবেন না, কিভাবে ঠিক করবেন দেখুন

👉 Ration Card Update: বন্ধ হতে পারে ডিজিটাল রেশন কার্ড! এপ্রিল মাসের আগে এই কাজটি সেরে ফেলুন

👉 উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় Axis Bank -এ প্রচুর স্টাফ নিয়োগ, মাসিক বেতন ১৮ হাজার টাকা থেকে শুরু

👉 মাত্র ৩৭৬ টাকা বিনিয়োগ করে প্রত্যেক মাসে মিলবে ১০,০০০ টাকা, শীঘ্রই আবেদন করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin