Eastern Railway Recruitment 2023 : রাজ্যের সমস্ত বেকার চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। সম্প্রতি পূর্ব রেলের তরফে ৬৮৯ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের সকল যোগ্য নাগরিক এখানে চাকরির জন্য আবেদনযোগ্য। তবে আর দেরি না করে আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন এই নিয়োগের বিস্তারিত তথ্যগুলি।
Advertisement No. | RRC/ER/GDCE/01/2023 |
নিয়োগকারী সংস্থা | Eastern Railway, RRC |
পদের নাম | ALP, Technicians, JEs & Train Manager |
মোট শূন্যপদের সংখ্যা | ৬৮৯ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ৩১ আগস্ট, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | er.indianrailways.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
Eastern Railway Recruitment 2023
পদের নাম এবং মোট শূন্যপদের সংখ্যা
এখানে সব মিলিয়ে মোট ৬৮৯ টি শূন্যপদ রয়েছে এবং যে সমস্ত পদে নিয়োগ করা হবে, সেগুলি হলো –
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Assistant Loco Pilot (ALP) | ৩৯০ টি |
Technicians | ৯৯ টি |
JEs | ১১৭ টি |
Train Manager | ৮৩ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীরা মাধ্যমিক পাশ, ITI কোর্স থেকে শুরু করে উচ্চতর যোগ্যতায় নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখবেন।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে। তবে OBC ক্যাটাগরি প্রার্থীরা সর্বোচ্চ ৪৫ বছর এবং SC/ ST ক্যাটাগরি প্রার্থীরা সর্বোচ্চ ৪৭ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। বয়স হিসাব করতে হবে ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী।
বেতন
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে কেন্দ্র সরকারের পে কমিশন অনুযায়ী পে মেট্রিক লেভেল ২ এবং লেভেল ৬ অনুযায়ী বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ মাধ্যমিক পাশে এয়ারপোর্টে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২১ হাজার টাকা
আবেদন পদ্ধতি
যে সকল চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইট rrcrecruit.co.in এ গিয়ে Apply Now বোতামে ক্লিক করে ফর্ম ফিলাপ করতে হবে এবং যে পদের জন্য আবেদন করছেন সেটি সিলেক্ট করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সাবমিট বোতামে ক্লিক করার পর আবেদন ফর্ম প্রিন্ট আউট করে রাখবেন।

নিয়োগ প্রক্রিয়া
নিচের কয়েকটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে –
- কম্পিউটার বেসড টেস্ট (CBT)
- ডকুমেন্টস ভেরিফিকেশন
- মেডিক্যাল এক্সামিনেশন
- ইন্টারভিউ
আবেদন ফি
এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফি দিতে হবে না।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৫.০৭.২০২৩ |
আবেদন শুরু | |
আবেদন শেষ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
✅ সংশোধনী বিজ্ঞপ্তি | Download PDF |
💻 আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | er.indianrailways.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 WBPSC এর মাধ্যমে রাজ্যের কৃষি দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
🔥 মাধ্যমিক পাশে হিন্দুস্থান কপার লিমিটেডে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পদে চাকরির সুযোগ
🔥 রাজ্যে রামকৃষ্ণ মিশনে গ্রুপ সি পদে কাজের সুযোগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ
🔥 ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন
🔥 SSC এর মাধ্যমে সাব ইন্সপেক্টর নিয়োগ! মাসিক বেতন ৩৫,৪০০ টাকা