এয়ারপোর্টে চাকরি করতে চান? যদি হ্যাঁ হয় তাহলে আপনার জন্য রয়েছে চাকরির বিরাট সুখবর। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) -এর পক্ষ থেকে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে চাকরির জন্য নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। সারা ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।
Advertisement No. | AAICLAS/HR/CHQ/Rect./TR/2023 |
নিয়োগকারী সংস্থা | AAI Cargo Logistics & Allied Services Company Limited (AAICLAS) |
মোট শূন্যপদের সংখ্যা | ১০৫ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ৩১ আগস্ট, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.aaiclas.aero |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
AAICLAS Recruitment 2023
পদের নাম (Post Name)
- Trolley Retriever
মোট শূন্যপদ (Total Vacancy)
এই পদে সব মিলিয়ে মোট ১০৫ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
অন্যান্য যোগ্যতা
আবেদনকারী প্রার্থীর উচ্চতা নূন্যতম ১৬৬ সেমি হতে হবে এবং ওজন নূন্যতম ৫৫ কেজি হতে হবে।
বয়সসীমা (Age Limit)
০১.০৮.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ থেকে সর্বাধিক ২৭ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী OBC ক্যাটাগরি প্রার্থীরা বয়সে ৩ বছর এবং SC/ST ক্যাটাগরি প্রার্থীরা বয়সে ৫ বছরের ছাড় পাবেন।
বেতন (Salary)
এই পদে নিযুক্ত প্রার্থীদের বেসিক পে ১০,০০০/- টাকা সহ অন্যান্য পে এলাউন্স মিলিয়ে মোট ২১,৩০০/- টাকা দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ আগস্ট মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, এক্ষুনি দেখে নিন
আবেদন পদ্ধতি (Apply Process)
ইচ্ছুক প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে AAICLAS এর অফিসিয়াল ওয়েবসাইট www.aaiclas.aero এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি প্রয়োজন হবে। এরপর অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে। আবেদন শেষে আবেদনপত্র প্রিন্ট করে সঙ্গে রাখবেন। অনলাইনে আবেদন চলবে ৩১ আগস্ট, ২০২৩ ।
আবেদন ফি (Application fee)
আবেদন ফি হিসেবে ২৫০০- টাকা ধার্য করা হয়েছে। তবে SC/ ST/ Women প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না। আবেদন ফি জমা করতে হবে অনলাইন আবেদন করার সময় অনলাইনের মাধ্যমে।
নিয়োগ স্থান
নির্বাচিত প্রার্থীদের চেন্নাই -তে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৭.০৭.২০২৩ |
আবেদন শুরু | ০২.০৮.২০২৩ |
আবেদন শেষ | ৩১.০৮.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
✅ আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.aaiclas.aero |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 জেলায় ব্লকে ব্লকে ভলেন্টিয়ার নিয়োগ
🔥 কলকাতা পুলিশে SI ও সার্জেন্ট পদে চাকরির বিজ্ঞপ্তি
🔥 রাজ্যে সরকারি সংস্থা HCL-এ সুপারভাইজার নিয়োগ
🔥 মাত্র ১০ মিনিটে, সম্পূর্ন বিনামূল্যে বানিয়ে নিন PAN কার্ড, নম্বর পাবেন সঙ্গে সঙ্গে