WBPSC এর মাধ্যমে রাজ্যের কৃষি দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন চলছে

WBPSC Recruitment 2023: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি নতুন নিয়োগের সুখবর। পশ্চিমবঙ্গ সার্ভিস কমিশন (West Bengal Service Commission) মাধ্যমে সহকারী কৃষি পরিচালক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক এই নিয়োগের খুটিনাটি তথ্য।

Advertisement No.05/2023
নিয়োগকারী সংস্থাPublic Service Commission, West Bengal
মোট শূন্যপদের সংখ্যা১২২ টি
কাজের ধরণস্থায়ী চাকরি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ১৭ আগস্ট, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwbpsc.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

WBPSC Recruitment Notification 2023

পদের নাম –

এখানে সহকারী কৃষি পরিচালক / Assistant Director of Agriculture পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা

এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে সব মিলিয়ে মোট ১২২ টি শূন্যপদ রয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে কৃষি বিষয়ে ৪ বছরের ডিগ্রি কোর্স সহ ব্যাচেলর ডিগ্রি করে থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বেতন

এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের পে লেভেল – ১৬ অনুযায়ী প্রতিমাসে ৫৬,১০০/- থেকে ১,৪৪,৩০০/-টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা

০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সর্বাধিক ৩৬ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

কাজের স্থান

এখানে নির্বাচিত প্রার্থীদের পশ্চিমবঙ্গের যেকোনো জেলায় নিয়োগ করা হবে।

নতুন চাকরির খবরঃ মাধ্যমিক পাশে হিন্দুস্থান কপার লিমিটেডে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পদে চাকরির সুযোগ

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের স্টেপগুলি ফলো করুন –

  • সবার প্রথমে wbpsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, বৈধ ও সক্রিয় ইমেইল আইডি ও মোবাইল নম্বর সহ সমস্ত তথ্য দিতে হবে।
  • তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • আবেদন ফি জমা করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

নির্বাচন পদ্ধতি

আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট এই  পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

আবেদন মূল্য

সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের ২১০/- টাকা আবেদন মূল্য দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না। Debit Card/ Credit Card/ Net Banking ইত্যাদির মাধ্যমে আবেদন মূল্য জমা দেওয়া যাবে।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ

এখানে আবেদন করার শেষ তারিখ হলো ১৭ আগস্ট, ২০২৩.

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwbpsc.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔥 জেলা শিশু সুরক্ষা দপ্তরে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

🔥 টাটা স্টিল কোম্পানিতে কাজের সুযোগ

🔥 SSC এর মাধ্যমে সাব ইন্সপেক্টর নিয়োগ! মাসিক বেতন ৩৫,৪০০ টাকা

🔥 রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ

🔥 রাজ্যে আর্মি বিভাগে ক্লার্ক পদে কর্মী নিয়োগ

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin