SSC এর মাধ্যমে সাব ইন্সপেক্টর নিয়োগ! মাসিক বেতন ৩৫,৪০০ টাকা, অনলাইনে আবেদন করুন

চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মোট ১৮৭৬ টি শূন্যপদে Sub Inspector নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।

Advertisement No.
নিয়োগকারী সংস্থাStaff Selection Commission (SSC)
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ১৫ আগস্ট, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটssc.nic.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

SSC Sub Inspector Recruitment 2023

পদের নাম (Post Name)

স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করা হবে, সেগুলি হলো –

  • Sub-inspector (Exe.) in Delhi Police
  • Sub-Inspector (GD) in CAPF

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে সব মিলিয়ে মোট ১৮৭৬ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নীচে উল্লেখ করা হলো –

পদের নামশূন্যপদের সংখ্যা
Sub-inspector (Exe.) in Delhi Police১৬২ টি
Sub-Inspector (GD) in CAPF১৭১৪

ডিপার্টমেন্ট অনুযায়ী শূন্যপদের সংখ্যা নীচে উল্লেখ করা হলো –

ডিপার্টমেন্টের নামশূন্যপদের সংখ্যা (পুরুষ)শূন্যপদের সংখ্যা (মহিলা)
Delhi Police১০৯ টি৫৩ টি
BSF১০৭ টি৬ টি
CISF৫৬৭ টি৬৩ টি
CRPF৭৮৮ টি৩০ টি
ITBP৫৪ টি৯ টি
SSB৮৫ টি৫ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ হতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা (Age Limit)

০১.০৮.২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন (Salary)

এখানে নিযুক্ত প্রার্থীদের লেভেল- ৬ অনুসারে প্রতিমাসে ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা বেতন দেওয়া হবে।

নতুন চাকরির খবরঃ মাধ্যমিক পাশে এয়ারপোর্টে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২১ হাজার টাকা

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সমস্ত তথ্য পূরণ করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা দিয়ে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে। আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

  • লিখিত পরীক্ষা
  • PMT/ PET
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিক্যাল পরীক্ষা

আবেদন ফি (Application fee)

Gen/ OBC/ EWS প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি দিতে হবে। SC/ ST/ ESM/ Women প্রার্থীদের কোনোরকম আবেদন ফি দিতে হবে না।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২২.০৭.২০২৩
আবেদন শুরু২২.০৭.২০২৩
আবেদন শেষ১৫.০৮.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
✅ আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটssc.nic.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔥 মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে Group-D পদে প্রচুর কর্মী নিয়োগ

🔥 WBPSC এর মাধ্যমে রাজ্যের কৃষি দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

🔥 ৬৩২৯ টি শূন্যপদে টিচিং ও নন-টিচিং পদে চাকরির সুযোগ

🔥 এয়ারপোর্টে ৩০০ বেশি শূন্যপদে কর্মী নিয়োগ

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin