কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রালয়ের তরফে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG)-য় চাকরির সুযোগ রয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ স্টেট প্রজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ (SPMG) তরফে পেশাদার নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের পশ্চিমবঙ্গেই নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত তথ্য জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Advertisement No. | — |
পদের নাম | Chief Technical Advisor, Procurement Specialist, Junior Engineer (Civil) |
মোট শূন্যপদ | ৩ টি। |
নিয়োগ স্থান | পশ্চিমবঙ্গ |
বেতন (₹) | পদ অনুযায়ী |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৪ জুন, ২০২৩ |
অফিসিয়াল সাইট | https://nmcg.nic.in/ |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
NMCG Recruitment 2023
১) পদের নাম– Chief Technical Advisor
মোট শূন্যপদ– ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সঙ্গে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা– ০১.০৪.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।
মাসিক বেতন– ১,৫০,০০০ টাকা।
২) পদের নাম– Procurement Specialist
মোট শূন্যপদ– ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– প্রার্থীকে যেকোনো বিষয় নিয়ে স্নাতক সহ MBA করে থাকতে হবে। পাশাপাশি ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা– ০১.০৪.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে।
মাসিক বেতন– ৭০,০০০ টাকা।
১৯ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, জানিয়ে দিলো শিক্ষা পর্ষদ
৩) পদের নাম– Junior Engineer (civil)
মোট শূন্যপদ– ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিং -এ স্নাতক/ডিপ্লোমা করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা– ০১.০৪.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ৩০ বছর এবং সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।
মাসিক বেতন– ৪০,০০০ টাকা।
উচ্চমাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান পদে চাকরির সুযোগ, বেতন ২২ হাজার ৭০০ টাকা থেকে শুরু
আবেদন পদ্ধতি
- আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য এর অফিসিয়াল nmcg.nic.in এ যেতে হবে।
- এরপর মেনুবারে থাকা APPLY ONLINE(ENGAGEMENT OF PROFESSIONALS)। অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনি যে পদের জন্য আবেদন করতে চান, সেই পদের পাশে থাকা Apply Now অপশনে ক্লিক করতে হবে।
- এরপর অনলাইন আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
নিয়োগ স্থান
যোগ্য প্রার্থীদের পশ্চিমবঙ্গে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ
অনলাইন আবেদন করার শেষ তারিখ হলো আগামী ০৪ জুন, ২০২৩ অর্থাৎ ০৪.০৬.২০২৩
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:- Visit Now
- আবেদন লিঙ্ক:- Apply Now
- MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 মাধ্যমিকের রেজাল্ট ঘোষণার নিয়মে বড়সড় পরিবর্তন, মহা চাপে পরীক্ষার্থীরা
👉 রাজ্যে ১৭০০ বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ
👉 ব্যাঙ্ক অফ বরোদা (BOB)-তে চাকরির দারুণ সুযোগ, অনলাইন পদ্ধতিতে আবেদন করুন
👉 শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টে একাধিক পদে কাজের সুযোগ, বেতন শুরুতেই ৮০ হাজার টাকা
👉 মাধ্যমিকে ৬০% নাম্বার পেলেই ২৪,০০০ টাকা দেবে রাজ্য সরকার, ফটাফট আবেদন পদ্ধতি জেনে নিন