হলদিয়াতে ইন্ডিয়ান অয়েলে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু

Published on:
Haldia Indian Oil Corporation Limited Recruitment 2023

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) হয়এর পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের হলদিয়া সহ গুজরাটে মিলিয়ে মোট ৬৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে হলদিয়াতে মোট ১১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে সারা ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা কি প্রয়োজন, বেতন সহ যাবতীয় তথ্য জানতে পারবেন এই প্রতিবেদনে। Haldia Indian Oil Corporation Limited Recruitment 2023

- Advertisement -
Advertisement No.Haldia – PH/R/01/2023
নিয়োগকারী সংস্থাINDIAN OIL CORPORATION LIMITED (IOCL) 
পদের নামJunior Engineering Assistant 
মোট শূন্যপদ৬৫ টি (হলদিয়া- ১১ টি)।
বেতন (₹)২৫,০০০/- থেকে ১,০৫,০০০/- টাকা
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ৩০ মে, ২০২৩
অফিসিয়াল সাইটwww.iocl.com
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

Haldia Indian Oil Corporation Limited Recruitment 2023

পদের নাম– 

  • Junior Engineering Assistant-IV (Production)
  • Junior Engineering Assistant-IV (P&U-O&M)

মোট শূন্যপদ– মোট শূন্যপদ ৬৫ টি (হলদিয়াতে ১১ টি শূন্যপদ)।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা– 

- Advertisement -

Junior Engineering Assistant-IV (Production) পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে Chemical Engg./Petrochemical Engg./Chemical Technology / Refinery and Petrochemical Engg. -এ তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।

অথবা, Maths, Physics, Chemistry/ Industrial Chemistry নিয়ে তিন বছরের B.Sc ডিগ্রি করে থাকতে হবে।

Junior Engineering Assistant-IV (P&U-O&M) পদে আবেদন করার জন্য প্রার্থীদের Electrical Engineering / Electronics Engineering -এ তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

বয়সসীমা– Haldia Indian Oil Corporation Limited Recruitment 2023 -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৬ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

মাসিক বেতন– ২৫,০০০/- থেকে ১,০৫,০০০/- টাকা।

ইন্ডিয়ান নেভিতে চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি দেখে নিনc

আবেদন পদ্ধতি

  • ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য এই প্রতিবেদনে নীচে দেওয়া লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে।
  • এরপর কোন পদে আবেদন করতে চান সেটি সিলেক্ট করুন।
  • এরপর হলদিয়া সিলেক্ট করে Proceed অপশনে ক্লিক করুন।
  • এরপর Apply Now অপশনে ক্লিক করে Next করলে অনলাইন আবেদন ফর্ম আসবে।
  • সেখানে প্রার্থীর ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  • এরপর আবেদন ফি জমা দিয়ে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

নিয়োগ প্রক্রিয়া

লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ফিজিক্যাল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন ফি– 

  • General/OBC/EWS – ১৫০ টাকা।
  • SC/ST/ExSM – কোনো আবেদন ফি লাগবে না।

গুরুত্বপূর্ন তারিখ

অনলাইন আবেদন শুরু০১.০৫.২০২৩
অনলাইন আবেদন শেষ৩০.০৫.২০২৩
লিখিত পরীক্ষা (সম্ভাব্য)১১.০৬.২০২৩

আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট:- www.iocl.com
  • আবেদন লিঙ্ক:- Apply Now
  • MORE JOB UPDATE:- CLICK HERE

👉 BSF Recruitment 2023: মাধ্যমিক পাশে ভারতীয় সেনা নিয়োগ, বিস্তারিত জেনে ঝটপট করুন আবেদন

👉 ভারতীয় রেলে মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির বিরাট সুযোগ! ৩১৯০ টি শূন্যপদে নিয়োগ

👉 অষ্টম পাশে ডাক বিভাগে Group-C পদে চাকরি, সময় সীমিত এক্ষুনি আবেদন করুন

👉 CID-তে দেড় লক্ষ টাকা বেতনে চাকরির সুযোগ, অনলাইন আবেদন করুন এক্ষুনি

👉 ১ মে থেকে বদলে গেল এই চারটি নিয়ম! আর্থিক লোকসান এড়াতে সম্পূর্ন নিয়মের তালিকা দেখুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush