কেন্দ্রীয় সরকার দ্বারা ভারতের সমীক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে Motor Driver-Cum Mechanic পদে মোট ২১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে মাধ্যমিক পাশ যোগ্যতায় যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। এখানে আবেদন পদ্ধতি, বয়স সীমা, বেতন সহ যাবতীয় তথ্য জেনে নিন এই প্রতিবেদনে। Survey of India Recruitment 2023
Advertisement No. | — |
নিয়োগকারী সংস্থা | SURVEY OF INDIA |
পদের নাম | Motor Driver-Cum Mechanic |
মোট শূন্যপদ | ২১ টি |
বেতন (₹) | ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩১ মে, ২০২৩ |
অফিসিয়াল সাইট | surveyofindia.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Survey of India Recruitment 2023
পদের নাম– Motor Driver-Cum Mechanic
মোট শূন্যপদ– ২১ টি।
শিক্ষাগত যোগ্যতা– প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ (10th) করে থাকতে হবে। পাশাপাশি হিন্দি/ইংরেজি ভাষা জানতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া আরও অন্যান্য যোগ্যতা লাগবে এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা– ৩১.০৫.২০২৩ তারিখ অনুযায়ী General ক্যাটাগরি আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং OBC ক্যাটাগরি প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে।
মাসিক বেতন– ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা
পূর্ব মেদিনীপুরে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে, বেতন ৬০ হাজার টাকা পর্যন্ত
আবেদন পদ্ধতি
Survey of India Recruitment 2023-তে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীকে সম্পূর্ন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এরপর বিজ্ঞপ্তিতে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে। এরপর সেটিকে সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের কপি যুক্ত করতে হবে। এরপর সেটিকে নির্দিষ্ট তারিখের মধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পোস্ট-এর মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
এখানে আবেদন করতে হবে আগামী ৩১ মে ২০২৩ তারিখের মধ্যে।
আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:- surveyofindia.gov.in
- MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় Axis Bank -এ প্রচুর স্টাফ নিয়োগ, মাসিক বেতন ১৮ হাজার টাকা থেকে শুরু
👉 পশ্চিমবঙ্গে কল্যাণী AIIMS-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে অ্যাসিস্ট্যান্ট ও ফিল্ড ওয়ার্কার নিয়োগ
👉 Mask Aadhaar Card ডাউনলোড করুন, অন্য কেউ আপনার আধার কার্ড অপব্যবহার করতে পারবে না
👉 কৃষকদের জন্য বিরাট সুখবর! পিএম কিষাণের ১৪তম কিস্তিতে দ্বিগুণ টাকা পাবেন