Swami Vivekananda Scholarship 2023 – আবেদনের বিস্তারিত তথ্য জেনে নিন।

রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে মেধাবী এবং দারিদ্র পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম চালু করে থাকে। পশ্চিমবঙ্গে তার মধ্যে একটি অন্যতম স্কলারশিপ প্রোগ্রাম হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship 2023)। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সাহায্য প্রদান করা। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ‘বিকাশ ভবন স্কলারশিপ’ নামেও পরিচিত। প্রতি বছর রাজ্যের বহু সংখ্যক পড়ুয়ারা এই স্কলারশিপের মাধ্যমে স্কলারশিপ পেয়ে থাকে।

এই স্কলারশিপের অধীনে ছাত্র-ছাত্রীরা বছরে নূন্যতম ১২ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে থাকে। আজকের এই আমরা এই স্কলারশিপে আবেদনের পদ্ধতি, আবেদনের যোগ্যতা, কত টাকা বৃত্তি পাওয়া যায় এবং প্রয়োজনীয় নথি সম্পর্কে আলোচনা করবো।

Medhashree Prakalpa: রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা। প্রত্যেক ছাত্র-ছাত্রীরা পাবে ৮০০ টাকা

Overview – Swami Vivekananda Scholarship 2023

Scholarship NameSwami Vivekananda Scholarship
Launched byGovernment of West Bengal
BeneficiariesWest Bengal Students
ObjectiveProviding the Benefit of Scholarship to the Students of West Bengal
BenefitsScholarship Benefits
CategoryWest Bengal Government Schemes
Application ProcedureOnline
Official Website@svmcm.wbhed.gov.in

Aadhaar DOB Limit Cross Solution – আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার লিমিট পেরিয়ে গেছে? মাত্র 24 ঘণ্টায় আপডেট হবে DOB

Swami Vivekananda Scholarship 2023 আবেদনের যোগ্যতা

  • এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে ছাত্র ছাত্রীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • পড়ুয়াকে রাজ্যের স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
  • পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
  • আবেদনের ক্ষেত্রে ছাত্র বা ছাত্রীকে পূর্ববর্তী বছরের শ্রেণীতে নূন্যতম ৬০% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।

রাজ্যের বেকার যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন, এখনই আবেদন করুন

Swami Vivekananda Scholarship 2023 আবেদনের নথিপত্র

  • আবেদনের ক্ষেত্রে ছাত্র বা ছাত্রীকে পূর্ববর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র।
  • যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে পারিবারিক বার্ষিক আয় প্রমাণপত্র।
  • আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড।
  • ছাত্র বা ছাত্রীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
  • ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ।

Swami Vivekananda Scholarship 2023 আবেদনের পদ্ধতি

  • এই স্কলারশিপের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • প্রথমে www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে যেতে হবে,
  • এরপর Registration অপশনে ক্লিক করতে হবে,
  • এরপর নিজের নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, পাসওয়ার্ড এবং অন্যান্য তথ্য লিখে Register অপশনে ক্লিক করতে হবে,
  • ক্লিক করলেই প্রদত্ত মোবাইল নম্বরে OTP আসবে, সেটি লিখে ভেরিফাই করলে নতুন অ্যাকাউন্ট খুলে যাবে,
  • রেজিস্ট্রেশন হওয়ার পর Login অপশনে ক্লিক করে লগইন করতে হবে,
  • এরপর নিজের ফটো এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে,
  • ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লিখে, পূর্বে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে,
  • সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করার পর Save and Continue অপশনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।

নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন করুন মোবাইল দিয়ে, নতুন পদ্ধতি দেখে নিন

Swami Vivekananda Scholarship 2023 কত টাকা বৃত্তি পাওয়া যাবে

  • একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে মাসিক ১০০০ টাকা অর্থাৎ বছরে ১২ হাজার টাকা।
  • পলিটেকনিকের জন্য প্রতিমাসে ১,৫০০ টাকা।
  • স্নাতক শ্রেণীতে মাসিক ১০০০ টাকা।
  • স্নাতক ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল মাসিক ৫,০০০ টাকা।
  • স্নাতকোত্তরের কলা ও বাণিজ্যিক বিভাগের ক্ষেত্রে প্রতি মাসে ২,০০০ টাকা।
  • M.Phil এবং স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং মাসিক ৫,০০০ টাকা।
  • PhD এর ক্ষেত্রে প্রতিমাসে সর্বোচ্চ ৮,০০০ টাকা।

এই স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin