সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ (CIMFR) পক্ষ থেকে ৪০ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা। সমগ্র ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্তের চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের নাম, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন। Advertisement No.: PA/120423/BU/R&A-II
পদের নাম
মোট দুটি পদে নিয়োগ করা হবে।
- Project Assistant
- Project Associate
মোট শূন্যপদ
মোট ৪০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
- Project Assistant – ২৮ টি
- Project Associate – ১২ টি
শিক্ষাগত যোগ্যতা
উক্ত দুটি পদের জন্য B.Sc, Diploma in Engineering, B.E/B.Tech পাশ করে থাকতে হবে। যোগ্যতা সংক্রান্ত আরও বিস্তারিত জানতে নীচে দেওয়া লিংকে ক্লিক করে এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।
বয়সসীমা
CIMFR Recruitment 2023 -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী Project Assistant পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ২০ বছর থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। আর Project Associate পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন
Project Assistant পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে। অন্যদিকে Project Associate পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ২৫,০০০ টাকা থেকে ৩১,০০০ টাকা বেতন দেওয়া হবে।
বাঁকুড়া জেলায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করুন এক্ষুনি
আবেদন পদ্ধতি
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের CIMFR Recruitment 2023 -এর অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। এরপর নোটিফিকেশনের একেবারে শেষে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে। আবেদনপত্রটি যাবতীয় তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ সরাসরি Walk In Interview -র নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান
CSIR-CIMFR Bilaspur Research Center, Bilaspur (Chattisgarh)
নিয়োগ প্রক্রিয়া
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ
১২ এপ্রিল ২০২৩ থেকে ১৮ এপ্রিল ২০২৩ মধ্যে।
Important Links – CIMFR Recruitment 2023
OFFICIAL NOTIFICATION:- DOWNLOAD PDF
MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 রাজ্যের বেকার যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন, এখনই আবেদন করুন