Calcom Vision Limited Recruitment 2023: ক্যালকম ভিশন লিমিটেডে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ২১০ শূন্যপদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ২৫ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে। পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Calcom Vision Limited Recruitment 2023
পদের নাম
- Apprenticeship
যেসমস্ত ডিপার্টমেন্ট নিয়োগ করা হবে
Mechanical Diploma | ১০ টি |
Electrical Engineering/EEE Diploma | ৫০ টি |
Electronics & Communication Engineering | ১০০ টি |
Electronics & Instrumentation Engineering | ৫০ টি |
মোট শূন্য পদ | ২১০ টি |
মোট শূন্যপদের সংখ্যা
- ২১০ টি
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Engineering/Technology -তে Diploma করে থাকতে হবে।
বয়সসীমা
Apprenticeship Rules অনুযায়ী বয়সসীমা নির্ধারণ করা হবে।
মাসিক স্টাইপেন্ড
প্রতি মাসে ১১,০০০/- টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
Step 1:-
- আগ্রহী প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর Enroll অপশনে ক্লিক করতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার পর Enrolment Number পাবেন।
Step 2:-
- এরপর Login অপশনে ক্লিক করে লগইন করতে হবে।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
আবেদনের শেষ তারিখ
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ২৫ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে।
Important Links
Official Notification: Download PDF
Official Website: Visit Now
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
📌 এক্সিস ব্যাঙ্কে শতাধিক শূন্য পদে নিয়োগ, প্রতিমাসে বেতন 14 হাজার টাকা
📌 রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ
📌31 মার্চের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করলে, এই 20 টি জরুরি কাজ করতে পারবেন না