হাতে অল্প সময়! সব কাজ ফেলে আধারের এই জরুরি কাজটি এক্ষুনি সেরে ফেলুন, নইলে পরে পস্তাবেন

হাতে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। তারপর বিনামূল্যে আধার কার্ড ডকুমেন্টস আপডেটের সুবিধা বন্ধ করে দেবে UIDAI । বিনামূল্যে আধার আপডেট সুবিধা আগামী ১৪ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত করা হয়েছিল। কেন্দ্রের তরফে সময়সীমা বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত করা হয়েছে। আপনি যদি এখনও পর্যন্ত আপনার আধার কার্ড ডকুমেন্টস আপডেট করে না থাকেন, তাহলে শীঘ্রই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অনলাইনের মাধ্যমে ফ্রিতে এই কাজটি সেরে ফেলুন। নয়তো পরে এই কাজটি করার জন্য চার্জ দিতে হবে।

আধার কার্ডের তথ্য আপডেট প্রত্যেক নাগরিককে করতে হবে না। যদি আপনার আধার কার্ড তৈরি ১০ বছর হয়ে গেছে, আর এখনও পর্যন্ত কোনো তথ্যের আপডেট করা হয়নি, তাহলে আপনাকে আপনার আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে হবে। কেন্দ্রের নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডের তথ্য আপডেট করা বাধ্যতামূলক। কিভাবে Aadhaar Card Document Update Online Bengali এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করবেন, তা জানতে নিচের স্টেপগুলি অনুসরণ করুন –

আধার কার্ড ডকুমেন্টস আপডেট বা আপলোড কিভাবে করবেন?

১) প্রথমে আপনাকে myaadhaar.uidai.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

My Aadhaar

২) এরপর Login অপশনে ক্লিক করুন।

৩) আপনার ১২ সংখ্যা আধার কার্ডের নম্বর, তারপর স্ক্রীনে দেওয়া Captcha নম্বর লিখুন।

৪) এরপর Send OTP অপশনে ক্লিক করুন। আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে একটি ৬ সংখ্যার OTP যাবে সেটি নির্দিষ্ট ঘরে লিখে Login অপশনে ক্লিক করুন।

৫) লগইন হয়ে গেলে যে পেজটি খুলবে তার একেবারে নীচের দিকে Document Update অপশনে ক্লিক করুন। নীচে দেওয়া ছবিটি দেখুন –

Aadhaar Card Document Update Online Bengali

৬) এরপর Next অপশনে ক্লিক করুন। আবার Next এ ক্লিক করুন।

৭) এরপর একটু নিচের দিকে থাকা I verify that the above details are correct ঘরটিতে ক্লিক করার পর Next অপশনে ক্লিক করুন।

৮) এই পেজে আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে POI এবং তারপর POA ডকুমেন্ট সিলেক্ট করে নিন, কোন ডকুমেন্টটি আপলোড করতে চাইছেন।

৯) এরপর 2MB এর মধ্যে JPG/PNG/PDF ফাইল বানিয়ে View Details & Upload Document অপশনে ক্লিক করে এক এক করে ডকুমেন্টস আপলোড করুন (পরিচয়পত্রের প্রমাণ ও বসবাসের প্রমাণপত্র আপলোড করুন)। নিচের ছবিটি দেখুন –

Aadhaar Card Document Update Online Bengali

১০) এরপর I hereby give my consent…… এই অপশনটিতে ক্লিক করুন এবং তারপর Next অপশনে ক্লিক করুন।

১১) এরপর স্ক্রিনে ভেসে ওঠা Okay বোতামে ক্লিক করুন।

১২) সব শেষে Submit বোতামে ক্লিক করুন।

১৩) তারপর আপনার সামনে Download Acknowledgement অপশন আসবে। আপনি আবেদনের স্লিপটিকে ডাউনলোড করে রাখুন। স্ট্যাটাস চেক করতে এই স্লিপটিতে থাকা নম্বর কাজে লাগবে।

Ration Card Correction – রেশন কার্ডের ভুল সংশোধন করুন মাত্র কয়েক মিনিটে

InfoNetBangla Telegram Channel
অফিসিয়াল লিঙ্কClick Here
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin