রাজ্যের গ্রামীণ ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন কিভাবে আবেদন করবেন | IBPS Recruitment 2023

IBPS Recruitment 2023: পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের তরফ থেকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনও জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে নিয়োগ করা হবে IBPS এর মাধ্যমে। এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে? শূন্যপদ কত রয়েছে? আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা? বেতন কত? ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে। সমস্ত তথ্য জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন, যাতে কোনো তথ্য মিস না করতে পারেন। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

Advertisement No.
নিয়োগকারী সংস্থাInstitute of Banking Personnel Selection (IBPS)
পদের নামOfficer, Office Assistant
মোট শূন্যপদবিশদ দেখুন
বেতন (₹)বিশদ দেখুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৮ জুন, ২০২৩
স্থানসারা ভারত
অফিসিয়াল সাইটibps.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

West Bengal Gramin Bank Recruitment 2023

পদের নাম (Post Name)

এখানে Office Assistant, Officer Scale I, II, III (Various) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

IBPS Recruitment 2023 -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৮৬১২ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচে উল্লেখ করা হলো –

পদের নামমোট শূন্যপদ
Office Assistant (Multipurpose)৫৫৩৮ টি
Officer Scale- I২৪৮৪ টি
Officer Scale II (Agriculture Officer)৬০ টি
Officer Scale II (Marketing Officer)৩ টি
Officer Scale II (Treasury Manager)৮ টি
Officer Scale II (Law)২৪ টি
Officer Scale II (CA)২১ টি
Officer Scale II (IT)৬৮ টি
Officer Scale II (General Banking Officer)৩৩২ টি
Officer Scale III৭৩ টি
মোট শূন্যপদ৮৬১২ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর, CA, MBA অথবা সমতুল্য বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রি করে থাকা চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখবেন।

বয়সসীমা (Age Limit)

পদের নামবয়স (বছর)
Office Assistant১৮ – ২৮
Officer Scale- I১৮ – ৩০
Officer Scale- II২১ – ৩২
Officer Scale- III২১ – ৪০

বয়স হিসাব করতে হবে ০১.০৬.২০২৩ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।

বেতন (Salary)

ভারত সরকারের পে মেট্রিক্স অনুযায়ী বিভিন্ন পদের মাসিক বেতন ধার্য্য হবে।

আরও পড়ুন: ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, ITI পাশ করে থাকলে আবেদনের যোগ্য

আবেদন পদ্ধতি (Apply Process)

  • ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য www.ibps.in ওয়েবসাইটে যেতে হবে অথবা, প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি ইত্যাদি তথ্য লিখতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর ইমেইল এবং SMS -এর মাধ্যমে Registration Number এবং Password পাবেন।
  • এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • লগইন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আপনার আবেদন সম্পন্ন হবে।

বিঃদ্রঃ – মোবাইল দিয়ে আবেদন করতে হলে মোবাইল Rotate করে নেবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

Written Examination (Preliminary & Main) এবং Personality Test 

আবেদন ফি (Application fee)

আবেদন করার জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের ৮৫০/- টাকা এবং সংরক্ষিত জাতিভুক্ত প্রার্থীদের ১৭৫/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

আবেদন শুরু০১.০৬.২০২৩
আবেদন শেষ২১.০৬.২০২৩
২৮.০৬.২০২৩
Download of call letters for Pre- Exam Training১০.০৭.২০২৩
Conduct of Pre-Exam Training১৭.০৭.২০২৩ – ২২.০৭.২০২৩

Updated:- আবেদনের শেষ তারিখ ২১ জুন, ২০২৩ তারিখ ছিল, এই তারিখ বাড়িয়ে ২৮ জুন ২০২৩ তারিখ করা হয়েছে অর্থাৎ আগামী ২৮ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন।

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
সংশোধিত বিজ্ঞপ্তিDownload
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
💻 আবেদন করুনApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

👉 পশ্চিমবঙ্গে ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ

👉 বন দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ

👉 IRCTC Recruitment 2023 – মাধ্যমিক পাশে IRCTC -তে কাজের সুযোগ

👉 অবশেষে আধার আপডেটের সময়সীমা বাড়ালো কেন্দ্র, দেখে নিন শেষ তারিখ কবে?

👉 GST রেজিস্ট্রেশনের অনলাইন প্রক্রিয়া দেখুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin