Bana Sahayak Form Fill Up 2023:- হাইকোর্টের নির্দেশে এর আগে বন সহায়ক পদে নিয়োগ বাতিল করা হয়েছিল। সেই পদেই রাজ্য সরকার নতুন করে নিয়োগ জারি করলো হাইকোর্টের নির্দেশে। এই পদে মোট ২০০০ টি শূন্যপদে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। এখানে ছেলে ও মেয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোন স্থায়ী বাসিন্দা অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে অফলাইন প্রক্রিয়ার মাধ্যমে।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। মাসিক বেতন দেওয়া হবে ১০,০০০/- টাকা।
আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন (Bana Sahayak Form Fill Up 2023) এবং আবেদন ফর্ম কত তারিখের মধ্যে জমা দিতে হবে। সমস্ত তথ্য নীচে প্রদান করা হয়েছে। পাশাপাশি আপনাদের বোঝার সুবিধার্থে নীচে ভিডিও দেওয়া হয়েছে।
🔥 বন সহায়ক নিয়োগের বিস্তারিত তথ্য জানতে 👉 এখানে ক্লিক করুন
কিভাবে বন সহায়ক আবেদন ফর্ম পূরণ করবেন?

১. প্রথমে জেলার ঘরে আপনার জেলার নাম লিখতে হবে এবং এক কপি রঙিন ছবি লাগিয়ে দিতে হবে।
২. এরপর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১৯.০৫.২০২৩ লিখতে হবে।
৩. এরপর আবেদনকারীর নাম লিখতে হবে।
৪. আবেদনকারীর পিতা / মাতার নাম (যেকোনও এক জনের নাম লিখতে হবে)।
৫. এরপর জন্ম তারিখ উল্লেখ করতে হবে।
৬. এরপর আপনার জাতি কি সেটি লিখুন।
৭. শিক্ষাগত যোগ্যতার ঘরে আপনার শেষ শিক্ষাগত যোগ্যতা লিখুন। (নূন্যতম অষ্টম শ্রেণী পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন)
৮. ঠিকানা থানা, পোস্ট অফিস, ব্লক, জেলা উল্লেখ করতে হবে।
৯. এরপর মোবাইল নম্বর
১০. ইমেইল আইডি (যদি থাকে) সঠিকভাবে লিখতে হবে।
১১. এরপর আবেদনপত্র কবে জমা করছেন সেই তারিখ এবং নীচে নির্দিষ্ট জায়গায় আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে।
১২. এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড, জন্ম প্রমাণ হিসেবে জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড বা প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)। এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি স্ব-স্বাক্ষরিত করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
১৩. দপ্তরের অফিসে নিজে গিয়ে জমা করতে পারেন অথবা সাধারন ডাকে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন।
১৪. নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনের শেষ তারিখ কবে? নীচে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় ডাক বিভাগে ১২ হাজারের বেশি শূন্যপদে GDS নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
কোন ঠিকানায় জমা করবেন?
জেলা ভিত্তিক প্রতিটি জেলার বন দপ্তর অফিস বিভিন্ন ঠিকানায়। তাই নিজের জেলার নির্দিষ্ট বন দপ্তরের অফিসে নিজের আবেদনপত্র জমা করতে হবে। জেলা ভিত্তিক আবেদনপত্র জমা দেওয়ার দপ্তরের ঠিকানার তালিকা নিচে দেওয়া হলো –

আবেদনের শেষ তারিখ কবে?
বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ ২৬ মে ২০২৩, শুক্রবার ছিল। তবে এই সময়ের মধ্যে পর্যন্ত বহু চাকরিপ্রার্থীরা তাদের আবেদনপত্র জমা করতে পারেননি। তাই তাদের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের পক্ষ থেকে বন সহায়ক (Bana Sahayak Recruitment 2023) পদে আবেদনের সময়সীমা বাড়িয়ে ২৯ মে, ২০২৩ তারিখ করা হয়েছে। তাই যত শীঘ্রই সম্ভব আবেদনপত্র জমা করুন।
বন সহায়ক ফর্ম ফিলাপ – ভিডিও
উপরের লেখা থেকে যদি না বুঝতে পারেন, তাহলে নিচের ভিডিওটি দেখুন। স্টেপ বাই স্টেপ প্রসেস দেওয়া আছে –
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.westbengalforest.gov.in |
আবেদন ফর্ম | Download PDF |
আবেদনপত্র জমা করার ঠিকানা | Download PDF |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 IDBI ব্যাঙ্কে ১০৩৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন কত জানেন?
👉 রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ চলছে, আবেদন চলবে ১১ জুন পর্যন্ত
👉 মাত্র ১০ মিনিটে, সম্পূর্ন বিনামূল্যে বানিয়ে নিন PAN কার্ড, নম্বর পাবেন তৎক্ষণাৎ
👉 PAN Card : আপনি কি জানেন প্যান কার্ডে 10 টি নাম্বারের অর্থ কি? আপনি হয়তো জানেন না
👉 Lottery Winning: লটারিতে এক কোটি টাকা জিতলে ঠিক কত টাকা হাতে আসে? 99% লোকই জানে না