হাইকোর্টের নির্দেশে এর আগে বন সহায়ক পদে নিয়োগ বাতিল করা হয়েছিল। সেই পদেই নতুন করে নিয়োগ জারি করলো হাইকোর্টের নির্দেশে। এই নিয়ে সম্প্রতি রাজ্য সরকারের তরফে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ২০০০ টি শূন্যপদে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন স্থায়ী বাসিন্দা অষ্টম শ্রেণী পাশ হলেই বন সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেকটি ছেলে ও মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ ২৬ মে ২০২৩, শুক্রবার ছিল। তবে এই সময়ের মধ্যে পর্যন্ত বহু চাকরিপ্রার্থীরা তাদের আবেদন পত্র জমা করতে পারেননি। তাই তাদের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের পক্ষ থেকে বন সহায়ক (Bana Sahayak Recruitment 2023) পদে আবেদনের সময়সীমা বাড়িয়ে ২৯ মে, ২০২৩ তারিখ করা হয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আবেদনপত্র জমা করুন।
এখানে কিভাবে আবেদন করবেন? বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত প্রদান করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।
Advertisement No. | 828-For/FR/O/N/18R-02/2018 |
নিয়োগকারী সংস্থা | West Bengal Forest Department |
পদের নাম | বন সহায়ক |
মোট শূন্যপদ | ২০০০ টি |
বেতন (₹) | বিশদে জানুন |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৯ মে, ২০২৩ |
অফিসিয়াল সাইট | www.westbengalforest.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Bana Sahayak Recruitment 2023
পদের নাম– বন সহায়ক
মোট শূন্যপদ– এখানে মোট ২০০০ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা– এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
মাসিক বেতন– প্রতিমাসে ১০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
ভারতীয় ডাক বিভাগে ১২ হাজারের বেশি শূন্যপদে GDS নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
আবেদন পদ্ধতি
- Bana Sahayak Recruitment 2023 -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদন করতে হবে সম্পূর্ন অফলাইন পদ্ধতির মাধ্যমে।
- এরপর নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
- এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে মুখবন্ধ খামে ভরতে হবে।
- এরপর নিজ নিজ জেলার বন দপ্তরে জমা করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে দেখে নিন।
🔥 বন সহায়ক ফর্ম ফিলাপ কিভাবে করবেন দেখুন 👉 ক্লিক করুন
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
জেলা ভিত্তিক প্রতিটি জেলার নির্দিষ্ট বন দপ্তরে নিজের আবেদনপত্র জমা করতে হবে। জেলা ভিত্তিক আবেদনপত্র জমা দেওয়ার দপ্তরের তালিকা নিচে দেওয়া হলো –

প্রয়োজনীয় ডকুমেন্টস
- Proof of residence & photo ID: Aadhaar card / Voter ID card.
- Proof of age & photo ID: Birth Certificate / Aadhaar card / PAN Card.
- Educational qualification: Mark sheet of last exam passed.
বন সহায়ক সিলেবাস (Bana Sahayak Syllabus Selection Process)
বিষয় | সর্বোচ্চ নম্বর |
বাংলা বা অন্য যেকোনো ভাষা পড়তে জানলে | ৩০ নম্বর |
বাংলা বা অন্য যেকোনো ভাষা লিখতে জানলে | ৩০ নম্বর |
ইংরেজি বা হিন্দি ভাষা পড়তে জানলে | ১০ নম্বর |
জেনারেল নলেজ | ২০ নম্বর |
বনে কাজ করার জন্য শারীরিক সক্ষমতা | ১০ নম্বর |
মোট নম্বর | ১০০ নম্বর |
নিয়োগ প্রক্রিয়া
ইন্টারভিউ-এর মাধ্যমে উপরের সিলেবাস অনুযায়ী নিয়োগ হবে।
আবেদন ফি
আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ
আগামী ২৯ মে, ২০২৩ তারিখের মধ্যে এখানে আবেদন করতে হবে।
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.westbengalforest.gov.in |
আবেদন ফর্ম | Download PDF |
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা | Download PDF |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ চলছে, আবেদন চলবে ১১ জুন পর্যন্ত
👉 IDBI ব্যাঙ্কে ১০৩৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন কত জানেন?
👉 বিভিন্ন ব্লকে একাধিক শূন্যপদে আশা কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন
👉 মাত্র ১০ মিনিটে, সম্পূর্ন বিনামূল্যে বানিয়ে নিন PAN কার্ড, নম্বর পাবেন তৎক্ষণাৎ
👉 মাধ্যমিকে ৬০% নাম্বার পেলেই ২৪,০০০ টাকা দেবে রাজ্য সরকার, ফটাফট আবেদন পদ্ধতি জেনে নিন