PM Kisan eKYC Update: আপনার PM KISAN E-KYC করা নেই? বাড়িতে বসেই এখনই কাজটি সেরে ফেলুন

PM Kisan eKYC Update: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কেন্দ্রের তরফে প্রতি কিস্তিতে 2000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। তবে এবার থেকে এই যোজনার লাভ নেওয়ার জন্য E-KYC করা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার।

Join Our Telegram Channel

PM Kisan eKYC Update – Overview

Name of the SchemePM Kisan Samaan Nidhi Yojana
Name of the ArticlePM Kisan eKYC Update
Type of ArticleLatest Update
PM Kisan Official WebsiteClick Here

PM Kisan Status Check By Mobile Number – PM কিষাণ যোজনার স্ট্যাটাস চেক করুন মোবাইল নম্বর দিয়ে

PM Kisan eKYC Update

সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ই-কেওয়াইসি না করলে আগামী কিস্তির টাকা পাবেন না। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই ই-কেওয়াইসি (E-KYC) করা সম্ভব। অনলাইনে OTP-র মাধ্যমে এবং অফলাইনে কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে কৃষকেরা ই-কেওয়াইসি করতে পারবেন।

বাড়িতে বসে এইভাবে করতে পারবেন E-KYC. বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে পিএম কিষান ই-কেওয়াইসি সহজেই করতে পারবেন৷ এর জন্য অবশ্যই আপনার মোবাইল নাম্বার আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। কারণ আধার লিঙ্কড মোবাইল নাম্বারে একটি OTP আসবে।

[PDF] PMAY Gramin List West Bengal 2022-2023 | আবাস প্লাস ফাইনাল লিস্ট ২০২৩, এই দ্বিতীয় লিস্টে নাম রয়েছে কিনা দেখুন

How To Do PM Kisan KYC Online?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগী আপনারা সকল কৃষক ভাই ও বোনদের তাদের পিএম কিষান ই-কেওয়াইসি (PM Kisan E-KYC) করার জন্য অনলাইন প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে, যা নিম্নরূপ-

১. PM Kisan eKYC করার জন্য কৃষকদের এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://pmkisan.gov.in/

PM Kisan eKYC Last Date New Update

২. এরপর Farmers Corner সেকশনে থাকা eKYC অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপর একটি নতুন একটি পেজ খুলবে,

৪. এখানে আপনাকে আপনার আধার নাম্বার লিখে Search অপশনে ক্লিক করতে হবে।
৫. ক্লিক করার আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্কড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, এটি লিখে Submit বিকল্পে ক্লিক করতে হবে।
৬. এর জন্য আপনাকে কোনো শুল্ক দিতে হবে না।
৭. এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার PM Kisan eKYC করতে পারবেন।

অপরদিকে, যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি অফলাইনে বায়োমেট্রিকের মাধ্যমে ই-কেওয়াইসি করতে পারেন। এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে অর্থাৎ CSC Center -এ গিয়ে KYC সম্পন্ন করতে হবে। কমন সার্ভিস সেন্টারে (CSC) ই-কেওয়াইসি করার জন্য ফি দিতে হতে পারে।

সবশেষে, আমরা আশা করি আপনারা অবশ্যই আমাদের এই আর্টিক্যালটি পছন্দ করেছেন, যার জন্য আপনি আমাদের এই আর্টিক্যালটিতে লাইক, শেয়ার এবং মন্তব্য করবেন।

এই ধরনের আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি Google News -এ ফলো করুন এবং আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে

SBI Mudra Loan Online Apply : SBI 5 মিনিটের মধ্যে 50,000 টাকা লোন দিচ্ছে, এইভাবে অবিলম্বে আবেদন করুন

PAN Aadhar Link Status Check: প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা? চেক করুন খুব সহজে

Pan Card and Aadhar Card Link: এই দিনের মধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করলে নিষ্ক্রিয় হবে প্যান কার্ড, জানুন ছাড় কাদের?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin