PM Sauchalay Yojana New List: প্রকাশিত হল প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার নতুন তালিকা, আপনার নাম এসেছে কিনা দেখে নিন

PM Sauchalay Yojana New List: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে অনেকগুলি জন-কল্যাণমূলক প্রকল্প কার্যকরী হয়েছে। তবে এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হল “স্বচ্ছ ভারত অভিযান”। স্বচ্ছ ভারত অভিযানের অধীনে শৌচালয় নির্মাণ যোজনা শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় আর্থিকভাবে দরিদ্র পরিবার যারা নিজেদের শৌচাগার তৈরি করতে অক্ষম। শহর ও গ্রামাঞ্চলের এই ধরনের দরিদ্র পরিবারগুলিকে সরকার শৌচাগার নির্মাণের জন্য সহায়তা প্রদান করে।

স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের আওতায় শৌচাগার নির্মাণের জন্য প্রতি বছর সুবিধাভোগীদের একটি তালিকা জারি করা হয়। যাদের নাম এই তালিকায় এসেছে তাদের সরকার প্রণোদনামূলক অর্থ প্রদান করে, যাতে তারা শৌচালয় তৈরি করতে পারে। আপনি যদি প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচাগার নির্মাণের জন্য আবেদন ফর্ম জমা করে থাকেন, তাহলে আপনি PM Sauchalay Yojana New List-এ আপনার নাম এসেছে কিনা তা দেখতে পারেন। এই আর্টিক্যালে আমরা আপনাকে প্রধানমন্ত্রী গ্রামীণ শৌচালয় তালিকা কিভাবে দেখে? এই বিষয়ে তথ্য প্রদান করতে যাচ্ছি।


Join Our Telegram Channel

চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসেই চেক করবেন শৌচালয় প্রকল্পের আওতায় আপনারা অনুদান পাবেন কিনা।

Free Sauchalay Online Registration: বিনামূল্যে শৌচালয়ের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু, এভাবে করুন আবেদন

গ্রামীণ শৌচালয় তালিকা অনলাইনে কিভাবে দেখে? | PM Sauchalay Yojana New List Check

1. সবার প্রথমে আপনাকে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (https://sbm.gov.in/sbmreport/Home.aspx)

PM Gramin Sauchalay List 2022

2. ওয়েবসাইটের হোম পেজের একটু নিচের দিকে Reports সেকশনে [A 03] Swachh Bharat Mission Target Vs Achievement On the Basis of Detail Entered অপশনে ক্লিক করতে হবে।


3. এরপর পেজটি খুলে আসবে এখানে আপনাকে আপনার রাজ্য, জেলা ও ব্লকের নাম সিলেক্ট করতে হবে।
4. সমস্ত বিবরণ সিলেক্ট করার পর “View Report” অপশনে ক্লিক করতে হবে।
5. এরপর আপনার সামনে আপনার ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলির লিস্ট আপনি এই রিপোর্টে দেখতে পাবেন। নির্ধারিত অর্থ-বর্ষে আপনার গ্রাম পঞ্চায়েতে যারা শৌচালয় পাবেন তাদের সংখ্যা এই লিস্টে উল্লেখ করা থাকবে। ওই সংখ্যাতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন সেক্ষেত্রে আপনার নাম রয়েছে কিনা।

Aadhaar Card New Rules: আধার কার্ড নতুন নিয়ম জারি করলো, এবার ডকুমেন্ট আপডেট করতে হবে সকলকে

কত টাকা অনুদান পাবেন এই প্রকল্পের অধীনে?

যদি এই প্রকল্পের অধীনে আপনার নাম নির্বাচিত হয়ে থাকে তবে আপনি সরকারের তরফে 12,000 টাকা অনুদান পাবেন শৌচালয় নির্মাণের জন্য।

PM Kisan eKYC Last Date New Update: এগিয়ে আসছে E-KYC করার শেষ দিন, আপনি বাড়িতে বসেই এই কাজটি সম্পন্ন করতে পারবেন

PM Awas Yojana New List 2022-2023: প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশিত হলো, আপনার নাম রয়েছে কিনা এইভাবে চেক করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin