আধার কার্ড আর অনলাইনে সংশোধন করতে পারবেন না, কিভাবে ঠিক করবেন দেখুন

আধার কার্ড নিয়ে নতুন এক বড় আপডেট জারি করল UIDAI । এই নতুন আপডেটে অনেক আধার কার্ডধারীদের সমস্যার মধ্যে পড়তে হবে। কেননা আগে আপনারা অনলাইনের মাধ্যমে নিজেই নিজের আধার কার্ড আপডেট বা সংশোধন করতে পারতেন, কিন্তু এবার থেকে তা আর অনলাইনের মাধ্যমে করতে পারবেন না

এর আগে আপনারা আধারের অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমে আপনার আধার কার্ডের নাম, জন্ম তারিখ, জেন্ডার, ঠিকানা খুব সহজেই বাড়িতে বসে অনলাইনে মোবাইল দিয়ে সংশোধন করে নিতে পারতেন।

কিন্তু, আধার কার্ডের ওয়েবসাইটে একটু পরিবর্তন হয়েছে। যেখানে বলা হয়েছে আপনি এখন myaadhaar.uidai.gov.in পোর্টালের মাধ্যমে কেবলমাত্র Address অর্থাৎ ঠিকানা আপডেট বা সংশোধন করতে পারবেন অনলাইনে। এরজন্য আগেরই মতো মাত্র ৫০ টাকা চার্জ দিতে হবে।

এবার আপনার মনে একটাই প্রশ্ন আসছে, যদি আধার কার্ডের নাম, জন্ম তারিখ কিংবা জেন্ডার  ভুল থাকে তবে কিভাবে তা সংশোধন করা যাবে? এরজন্য আপনাকে আপনার নিকটবর্তী আধার সেন্টারে যেতে হবে। শুধু তাই নয়, আপনার আধার কার্ডের জেন্ডার আপডেট করার জন্যও আপনাকে নিকটবর্তী আধার সেন্টারে ভিজিট করতে হবে। যেটি আগে অনায়াসে অনলাইনের মাধ্যমে সংশোধন করা যেত।

আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক বা পরিবর্তন করবেন কিভাবে? জানুন সহজ উপায়

মনে রাখবেন, আধার কার্ডের নাম, জন্ম তারিখ এবং জেন্ডার সংশোধন বা পরিবর্তন করার জন্য আপনাকে আধার সেন্টারে যেতে হবে, সঙ্গে ঠিকানা আপডেট করার জন্যও যেতে পারেন। শুধুমাত্র আধার কার্ডের ঠিকানা অনলাইনের মাধ্যমে আপডেট বা সংশোধন করতে পারবেন। এর জন্য myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে ঠিক করতে হবে।

কিভাবে জানবেন আপনার নিকটবর্তী আধার সেন্টার কোথায়?

  • এরজন্য প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in পোর্টালে যেতে হবে।
  • এরপর Locate an Enrolment Center অপশনে ক্লিক করতে হবে।
  • পরবর্তী পেজে রাজ্যের নাম কিংবা পিন কোড অথবা সার্চ বক্সের সাহায্যে নিকটবর্তী আধার সেন্টার খুঁজে নিতে পারবেন।

বিয়ের পর মহিলাদের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ভোটার কার্ড ট্রান্সফার করুন, অনলাইনে মোবাইল দিয়ে

Aadhaar Official Website:- Visit Now

আধার সেন্টার কোথায়:- Search

👉 কোথাও না গিয়ে, এখন বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট অনলাইনে মোবাইল দিয়ে আবেদন ও ডাউনলোড করুন

👉 Madhyamik Result 2023: মে মাসেই মাধ্যমিকের রেজাল্ট! তারিখ ঘোষণা হয়ে গেল, কিভাবে রেজাল্ট চেক করবেন?

👉 Krishak Bandhu – কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? স্ট্যাটাস চেক করুন

👉 PM Kisan Yojana Latest News – পিএম কিষাণ যোজনার ১৪তম কিস্তির টাকা আসছে, তালিকায় রয়েছে তো আপনার নাম?

👉 BSF Recruitment 2023: মাধ্যমিক পাশে ভারতীয় সেনা নিয়োগ, বিস্তারিত জেনে ঝটপট করুন আবেদন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin