বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) -এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হলো নিয়োগ বিজ্ঞপ্তি। সারা ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্তের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ১২ মে ২০২৩ পর্যন্ত। পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন। BSF Recruitment 2023
Advertisement No. | — |
নিয়োগ সংস্থা | Border Security Force (BSF) |
পদের নাম | Head Constable (RO/RM) |
মোট শূন্যপদ | ২৪৭ টি। |
বেতন (₹) | ২৫,৫০০/- থেকে ৮১,১০০/- |
আবেদন মাধ্যম | অনলাইন |
চাকরির ধরন | সরকারি |
নিয়োগস্থল | সারা ভারত |
ওয়েবসাইট | bsf.gov.in rectt.bsf.gov.in |
হোয়াটসঅ্যাপ | Join Now |
টেলিগ্রাম | Join Now |
BSF Head Constable Recruitment 2023
পদের নাম–
- Head Constable (Radio Operator)
- Head Constable (Radio Mechanic)
মোট শূন্যপদ– BSF Recruitment 2023 অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট ২৪৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
- Head Constable (Radio Operator)- ২১৭ টি।
- Head Constable (Radio Mechanic)- ৩০ টি।
শিক্ষাগত যোগ্যতা– উপরে উল্লেখ করা এই দুটি পদগুলিতে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের মাধ্যমিক পাশ সহ কমপক্ষে দুই বছরের ITI করা থাকতে হবে।
অথবা, Physics, Chemistry, Mathematics এ ৬০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা–
উক্ত পদগুলিতে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের ১২ মে ২০২৩ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।
বেতন– পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য BSF -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের সুবিধার্থে নীচে দেওয়া হয়েছে সরাসরি আবেদন করার লিঙ্ক।
নিয়োগ প্রক্রিয়া
- Written Exam
- Physical Measurement Test (PMT)
- Document Verification
- Medical Examination
আবেদন ফি–
- Gen/ OBC/ EWS – ১০০/- টাকা।
- SC/ ST/ Female/ Others – nil
- পেমেন্ট মোড – অনলাইন
গুরুত্বপূর্ন তারিখ
- আবেদন শুরু – ২২.০৪.২০২৩
- আবেদন শেষ – ১২.০৫.২০২৩
Important Links
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:- Visit Now
- আবেদন লিঙ্ক:- Apply Now
- MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 কল্যাণী AIIMS-এ প্রচুর নার্সিং অফিসার নিয়োগ, অনলাইন আবেদন চলবে ৫ মে পর্যন্ত
👉 NPCIL -এ ইন্টারভিউয়ের মাধ্যমে ৩২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনের মাধ্যমে
👉 কোথাও না গিয়ে, এখন বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট অনলাইনে মোবাইল দিয়ে আবেদন ও ডাউনলোড করুন
👉 মাত্র ৩৭৬ টাকা বিনিয়োগ করে প্রত্যেক মাসে মিলবে ১০,০০০ টাকা, শীঘ্রই আবেদন করুন