গত ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৩ তম কিস্তির টাকা ঢুকেছিল। এবার পালা ১৪ তম কিস্তির। শোনা গিয়েছে, খুব শীঘ্রই পরবর্তী কিস্তির টাকাও পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana) চালু করা হয়েছিল।
PM Kisan Yojana -র আওতায় থাকা ভারতের সকল কৃষকদের প্রতি বছর ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে সরকার। প্রতি বছরে তিনটি কিস্তিতে ২,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা দেয় কৃষকদের। এই প্রকল্পটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অন্তর্ভুক্ত করে, যাদের দুই হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি রয়েছে। সূত্র অনুযায়ী, প্রায় ৯ কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছেন।
PM Kisan Yojana-র স্ট্যাটাস চেক করার পদ্ধতি
- PM Kisan Yojana Payment Status Check করার জন্য প্রথমে PM Kisan -এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in -এর হোমপেজে যেতে হবে।
- এরপর Beneficiary Status অপশনে ক্লিক করতে হবে।
- ক্লিক করার পর মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
- সঠিক ক্যাপচা কোড পূরণ করে Get Data অপশনে ক্লিক করতে হবে।
- ক্লিক করার সঙ্গে সঙ্গে Beneficiary Status চলে আসবে এবং সেখান থেকে জানা যাবে বিশদে।
এপ্রিল মাসে টানা ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির লিস্ট দেখে নিন
টাকা আসবে কিনা বুঝবেন কিকরে?
e-KYC ও Eligibility, Land Seeding – মতো অপশনের কাছে কি লেখা আছে দেখতে হবে। এর মধ্যে যদি কোনো অপশনে ‘No’ লেখা থাকে তাহলে বুঝতে হবে যে ওই কৃষক টাকা নাও পেতে পারেন। আর যদি ‘Yes’ লেখা থাকে তাহলে কিস্তির টাকা পাবেন। তাহলে আর দেরি না করে এখনই চেক করে নিন PM Kisan Yojana -র টাকা পাবেন কিনা।
যদি এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত করেননি, তাহলে আমরা নিচের লিঙ্কে ক্লিক করে নাম নথিভুক্ত করুন। 👇👇
👉 PM Kisan Yojana Registration
FAQs – PM Kisan Yojana Latest News
Who started PM-KISAN?
Prime Minister Narendra Modi.
Is PM Kisan for only one person?
Only one member of the family can get its benefit and not both husband and wife.
How many times PM Kisan is paid in a year?
Rs 2000 in three installments per year.
Which year PM-KISAN started?
24 February 2019
Why is the PM Kisan rejected?
May be the Farmers’ bank accounts are not valid.
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 Krishak Bandhu – কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? স্ট্যাটাস চেক করুন
👉 মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট – সরকারের নতুন প্রকল্প, জেনে নিন কি কি সুবিধা পাবেন
👉 রাজ্যের বেকার যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন, এখনই আবেদন করুন