কোথাও না গিয়ে, এখন বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট অনলাইনে মোবাইল দিয়ে আবেদন ও ডাউনলোড করুন

জন্ম সার্টিফিকেট (Birth Certificate) হলো একটি গুরুত্বপূর্ন ডকুমেন্ট। বর্তমানে কোনও শিশু যদি সরকারি বা বেসরকারি হসপিটালে জন্মগ্রহণ করে, তাহলে জন্মের পর সেই শিশুর জন্ম প্রমাণপত্র বা Birth Certificate হসপিটাল থেকে বানিয়ে দেওয়া হয়।

তবে অনেক সময় এমন হয় যে, শিশুটি বাড়িতে বা অন্য কোনো স্থানে জন্মগ্রহণ করেছে, ফলে সেখান থেকে সে জন্মের প্রমাণপত্র পেতে পারেনি। এই পরিস্থিতিতে জন্মের সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইন আবেদন করতে হবে।

এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনি আপনার নিজের জন্য বা আপনার শিশুর জন্য জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন। এর পাশাপাশি অনলাইন থেকেই জন্ম সার্টিফিকেট ডাউনলোডও করে নিতে পারবেন। আবেদনের জন্য কোথাও কোনো ডকুমেন্টস জমা বা কোনো অফিসে যেতে হবে না। সরাসরি অনলাইনে আবেদন করুন।

কিভাবে আপনি Birth Certificate Online Apply করবেন ও আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে? তা আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন (Birth Certificate Online Apply West Bengal)

 ১) সবার প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গের জন্ম সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট janma-mrityutathya.wb.gov.in -এ যেতে হবে।

২) এরপর মেনু বারে থাকা Citizen Services অপশনের অধীনে থাকা Birth অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর Apply For New Registration অপশনে ক্লিক করতে হবে।

৪) মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফাই করতে হবে।

৫) এরপর আপনার সামনে আবেদন ফর্মটি খুলে আসবে –

  • শিশুর তথ্য:- শিশুর নাম, জন্ম তারিখ, লিঙ্গ ইত্যাদি।
  • জন্মের স্থান:- রাজ্য, জেলা, ব্লক, গ্রাম, পিন নম্বর ইত্যাদি।
  • পিতার তথ্য:- নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, আইডি প্রমাণ।
  • মাতার তথ্য:- নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, আইডি প্রমাণ।
  • শিশুর জন্মের সময় মাতার ঠিকানা:- বাড়ির নম্বর ও নাম, রাস্তা, অঞ্চল/পোস্ট অফিস, পিন নম্বর, রাজ্য, জেলা, ব্লক, গ্রাম ইত্যাদি।
  • স্থায়ী ঠিকানা:- মাতার স্থায়ী ঠিকানা উল্লেখ করুন। স্থায়ী ঠিকানা উপরের ঠিকানা একই হলে চেকবক্সে ক্লিক করে দিন।
  • পিতা ও মাতার তথ্য:- পিতা ও মাতার ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, পেশা।
  • অন্যান্য তথ্য:- প্রসবকালীন পরিচর্যা, প্রসবের পদ্ধতি, জন্মের সময় শিশুর ওজন ইত্যাদি তথ্য উল্লেখ করুন।
  • Upload Documents:- ডিসচার্জ সার্টিফিকেট বা উপস্থিত ডাক্তার দ্বারা জারি করা সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে Submit অপশনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
  • এরপর আপনি Acknowledgement Number পাবেন, আবেদনের স্ট্যাটাস চেক করতে এই নম্বর কাজে লাগবে।

Aadhaar Card Update Free: এবার আধার কার্ড আপডেট করুন সম্পূর্ন বিনামূল্যে, এক টাকাও দিতে হবে না

জন্ম সার্টিফিকেট আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) ডিসচার্জ সার্টিফিকেট বা উপস্থিত ডাক্তার দ্বারা জারি করা সার্টিফিকেট।

২) শিশুর জন্ম তারিখ ও শিশুর নাম।

৩) শিশুর পিতা-মাতার পরিচয়পত্র।

জন্ম সার্টিফিকেট ডাউনলোড করুন

১) প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর মেনুবার থাকা Citizen Services অপশনে ক্লিক করে Birth অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর Download Certificate অপশনে ক্লিক করতে হবে।

৪) এরপর Acknowledgement Number বা Certificate Number লিখে Search অপশনে ক্লিক করতে হবে।

৫) এরপর Download অপশনে ক্লিক করলে জন্ম সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে।

গুরুত্বপূর্ন লিঙ্ক

Official Website – Link

Birth Certificate Status Check – Link

Birth Certificate Download Online – Download

FAQs – Birth Certificate Online Apply West Bengal

How can I get my birth certificate online in West Bengal?

জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি জানতে আমাদের এই প্রতিবেদনটি পড়ুন।

What are the documents required to apply for a birth certificate in West Bengal?

পিতা মাতার পরিচয়পত্র ও হসপিটাল থেকে শিশুর ডিসচার্জ সার্টিফিকেটের প্রয়োজন হবে।

👉 SC/ST/OBC Caste Certificate Online Apply করুন এই নতুন পদ্ধতিতে

👉 Trade License: পশ্চিমবঙ্গ ট্রেড লাইসেন্স অনলাইন আবেদন শুরু হলো, জেনে নিন সম্পুর্ণ আবেদন প্রক্রিয়া

👉 বিয়ের পর মহিলাদের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ভোটার কার্ড ট্রান্সফার করুন, অনলাইনে মোবাইল দিয়ে

👉 PNB Swarnim : কৃষকদের পুরো ২ লাখ টাকা দিচ্ছে PNB, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা, ক্লিক করে আবেদন করুন

👉 মাত্র ৩৭৬ টাকা বিনিয়োগ করে প্রত্যেক মাসে মিলবে ১০,০০০ টাকা, শীঘ্রই আবেদন করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin