ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, ITI পাশ করে থাকলে আবেদনের যোগ্য

West Central Railway Assistant Loco Pilot Recruitment 2023: পশ্চিম মধ্য রেল বিভাগের পক্ষ থেকে প্রচুর শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আগামী ৩০ জুন, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

Advertisement No.02/2023 GDCE – ASSISTANT LOCO PILOT Posts
নিয়োগকারী সংস্থাRailway Recruitment Cell, West Central Railway, Indian Railways
পদের নামAssistant Loco Pilot
মোট শূন্যপদ২৭৯ টি।
বেতন (₹)বিশদ দেখুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ৩০ জুন, ২০২৩
অফিসিয়াল সাইটwww.wcr.indianrailways.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

West Central Railway Assistant Loco Pilot Recruitment 2023

পদের নাম (Post Name)

এখানে Assistant Loco Pilot পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ২৭৯ টি শূন্যপদ রয়েছে। (UR – ১৯৩ টি, SC – ৪০ টি, ST – ২২ টি, OBC – ২৪ টি।)

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ সহ যেকোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Fitter /Electrician /Instrument Mechanic/ Mill Wright / Maintenance Mechanic / Mechanic (Radio and TV) / Electronics Mechanic / Mechanic Motor Vehicle / Wireman / Tractor Mechanic /Armature & Coil Winner/ Mechanic(Diesel)/ Heat Engine ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।

অথবা, Mechanical/ Electrical/ Electronics/ Automobile Engineering বিষয়ে Diploma করে থাকতে হবে। তবেই এই পদে আবেদনের যোগ্য।

বয়সসীমা (Age Limit)

General ক্যাটাগরি প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪২ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪৭ বছরের মধ্যে এবং OBC প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এই পদে নিযুক্ত প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের লেভেল ৭ অনুযায়ী প্রতিমাসে ১৯,০০০ টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ কলকাতাতে মাধ্যমিক পাশে IRCTC -তে কাজের সুযোগ

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এই পদে চাকরির জন্য সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.wcr.indianrailways.gov.in -এ যেতে হবে। এরপর Path >> About us >> Recruitment >> Railway Recruitment Cell >> GDCE Notification No. 02/2023 অপশনটি বেছে নিতে হবে। এরপর চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকা আবশ্যক।

আপনাদের সুবিধার্থে নীচে আবেদনের ডাইরেক্ট লিঙ্ক প্রদান করা হয়েছে। লিংকে ক্লিক করে আবেদন করতে পারেন 

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

CBT এবং CBAT পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

Indian Railway Assistant Loco Pilot Recruitment ALP

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৭ জুন, ২০২৩
অনলাইন আবেদন শুরু১০ জুন, ২০২৩
অনলাইন আবেদন শেষ৩০ জুন, ২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ আবেদন করুনApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

🔥 পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ

🔥 ভারতীয় নির্বাচন কমিশনে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩৯,০০০ টাকা

🔥 ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, ITI পাশ করে থাকলে আবেদনের যোগ্য

🔥 রাজ্যের গ্রামীণ ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

🔥 Lottery Winning: লটারিতে এক কোটি টাকা জিতলে ঠিক কত টাকা হাতে আসে? 99% লোকই জানে না

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin