ECI Recruitment: ভারতীয় নির্বাচন কমিশনে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩৯,০০০ টাকা

ভারতীয় নির্বাচন কমিশন (ECI) এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে ECI এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড (BECIL) সংস্থার দ্বারা এই নিয়োগ সম্পন্ন করা হবে। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। অফলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। পদের নাম, মোট শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

Advertisement No.330
নিয়োগকারী সংস্থাElection Commission of India (ECI)
পদের নামবিভিন্ন পদ
মোট শূন্যপদবিশদ দেখুন
বেতন (₹)৩৯,০০০/-
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৭ জুন, ২০২৩
অফিসিয়াল সাইটwww.becil.com
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

ECI Recruitment 2023

১) পদের নাম (Post Name)

এখানে VC Operator পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ০৩ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ সহ হিন্দি এবং ইংরেজি ভাষা বলতে এবং লিখতে পারা প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেইসঙ্গে সফটওয়্যার এবং আইপি বেসড ভিডিও কনফারেন্সিং -এর অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির খবরঃ টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে নন-টিচিং স্টাফ নিয়োগ

২) পদের নাম (Post Name)

Network Engineer পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ০২ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ সহ বৈধ Cisco Certified Network Associate (CCNA) সার্টিফিকেট অথবা সমতুল্য বিষয়ে পাশ করে থাকা চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ, ৪৫৮ টি শূন্যপদ

৩) পদের নাম (Post Name)

এখানে Hardware Engineer পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ০২ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ সহ কম্পিউটারের মাদারবোর্ড, প্রসেসর চিপ এবং কম্পিউটার হার্ডওয়্যারের সমস্যার সমাধান -এর অভিজ্ঞতা থাকা প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

উপরে উল্লিখিত প্রতিটি পদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়স ধরা হবে।

বেতন (Salary)

 উক্ত প্রতিটি পদের মাসিক বেতন ৩৯,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি (Apply Process)

ECI Recruitment -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে সকল আবেদনকারীর এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি নীচে দেওয়া হলো –

  • আবেদন করার জন্য আবেদনকারীদের সর্বপ্রথম ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড (BECIL) -এর অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com এ যেতে হবে।
  • ওয়েবসাইটের হোমপেজে থাকা Careers Section এ যেতে হবে। তারপর Registration Form (Online Apply) অপশনে ক্লিক করতে হবে। (আপনাদের সুবিধার্থে নীচে Apply Link দেওয়া হয়েছে)
  • পরবর্তী পেজে New Registration অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর ADVERTISEMENT NO. 330 সিলেক্ট করতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি অনলাইনে জমা করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
  • আবেদন করা হয়ে গেলে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
  • পরিচয়পত্র,
  • বয়সের প্রমাণপত্র,
  • কাস্ট সার্টিফিকেট,
  • প্রার্থীর পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার,
  • অন্যান্য ডকুমেন্টস।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে স্কিল টেস্ট/ইন্টারভিউ -এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন ফি (Application fee)

General, OBC, Women, Ex-Servicemen প্রার্থীদের ৮৮৫/- টাকা এবং SC, ST, EWS, PH প্রার্থীদের ৫৩১/- টাকা আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৩.০৬.২০২৩
আবেদন শুরু১৩.০৬.২০২৩
আবেদন শেষ২৭.০৬.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ আবেদন করুনApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

🔥 সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মিলবে মোটা বেতনও

🔥 মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ! মোট ৫০০ টি শূন্যপদ

🔥 পশ্চিমবঙ্গে ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ

🔥 কলকাতা সাহা ইনস্টিটিউটে চাকরির সুযোগ

🔥 অবশেষে আধার আপডেটের সময়সীমা বাড়ালো কেন্দ্র, দেখে নিন শেষ তারিখ কবে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

1 thought on “ECI Recruitment: ভারতীয় নির্বাচন কমিশনে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩৯,০০০ টাকা”

  1. Those who are B.Tech.E.E,Mechanics. And 2023 result yet not published but upto 7th semester they are result very good sgp./CGPA 8.5 OR ABOVE They are not eligible any post.someone complete data science course but not received any certificate from their institute.

    Reply

Leave a Comment

JoinJoin