পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় প্রচুর কর্মী নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন করুন

পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য চাকরির বিরাট সুখবর! পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর (WBSETCL) -এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বিভিন্ন পদে মোট ১৯৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ এবং অন্যান্য যোগ্যতায় আবেদন করতে পারবেন। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আগামী ১৯ মে ২০২৩ তারিখের মধ্যে WBSETCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শূন্যপদের বিবরণ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। (WBSETCL Recruitment 2023)

Advertisement No.REC/2023/01
নিয়োগকারী সংস্থাWest Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL)
পদের নামবিভিন্ন পদ
মোট শূন্যপদ১৯৮ টি
নিযোগস্থলপশ্চিমবঙ্গ
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৯ মে, ২০২৩
অফিসিয়াল সাইটwww.wbsetcl.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

WBSETCL Recruitment 2023

১) পদের নাম– Technician Grade – III

মোট শূন্যপদ– ২৫ টি।

শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্য প্রার্থীর মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে।

মাসিক বেতন– ২৩,৪০০/- থেকে ৬৮,৯০০/- টাকা।


২) পদের নাম– Assistant Manager (HR&A)

মোট শূন্যপদ– ১০ টি।

শিক্ষাগত যোগ্যতা– যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে গ্রাজুয়েট করা থাকতে হবে এবং MBA/ MPB/ Diploma/ Post Graduate full time Degree

মাসিক বেতন– ৫৬,১০০/- থেকে ১,৬০,৫০০/- টাকা।


৩) পদের নাম– Assistant Engineer (Elect.)

মোট শূন্যপদ– ২৫ টি।

শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারী প্রার্থীকে ৪ বছরের পূর্ণ সময়ের জন্য B.E/ B.Tech/ B.Sc (Engineering) Degree in Electrical Engineering/ Electrical & Electronics/ Power Engineering করে থাকতে হবে।

মাসিক বেতন– ৫৬,১০০/- থেকে ১,৬০,৫০০/- টাকা।


৪) পদের নাম– Assistant Engineer (IT&CS)

মোট শূন্যপদ– ০৬ টি।

শিক্ষাগত যোগ্যতা– প্রার্থীকে ৪ বছরের পূর্ণ সময়ের জন্য B.E/ B.Tech/ B.Sc (Engineering) Degree in Information Technology (IT)/ Computer Science করে থাকতে হবে।

মাসিক বেতন– ৫৬,১০০/- থেকে ১,৬০,৫০০/- টাকা।


৫) পদের নাম– Assistant Engineer (Civil)

মোট শূন্যপদ– ২০ টি।

শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে B.E/ B.Tech/ B.Sc (Engineering) Degree in Civil Engineering/ Construction Engineering করে থাকতে হবে।

মাসিক বেতন– ৫৬,১০০/- থেকে ১,৬০,৫০০/- টাকা।

মাধ্যমিকে ৬০% নাম্বার পেলেই ২৪,০০০ টাকা দেবে রাজ্য সরকার, ফটাফট আবেদন পদ্ধতি জেনে নিন


৬) পদের নাম– Junior Executive (F&A)

মোট শূন্যপদ– ১১ টি।

শিক্ষাগত যোগ্যতা– যেকোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট করে থাকতে হবে।

মাসিক বেতন– ৩৭,৪০০/- থেকে ১,০৮,২০০/- টাকা।


৭) পদের নাম– Junior Executive (Stores)

মোট শূন্যপদ– ১১ টি।

শিক্ষাগত যোগ্যতা– যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট সহ Logistics এ PG Degree/ Diploma করে থাকতে হবে।

মাসিক বেতন– ৩৭,৪০০/- থেকে ১,০৮,২০০/- টাকা।


৮) পদের নাম– Junior Engineer (Civil) Gr.-II

মোট শূন্যপদ– ৩০ টি।

শিক্ষাগত যোগ্যতা– প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Civil Engineering -এ ৩ বছরের পূর্ণ সময়ের Diploma পাশ করে থাকতে হবে।

মাসিক বেতন– ৩৬,৮০০/- থেকে ১,০৬,৭০০/- টাকা।


৯) পদের নাম– Office Executive

মোট শূন্যপদ– এই পদে মোট ৬০ টি শূন্যপদ রয়েছে 

শিক্ষাগত যোগ্যতা– Graduation কমপ্লিট করে থাকতে হবে। পাশাপাশি এক বছরের কম্পিউটারের কোর্স করে থাকতে হবে। আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

মাসিক বেতন– ২৯,০০০/- থেকে ৮৪,৫০০/- টাকা।

বয়সসীমা

উপরের পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী। পশ্চিমবঙ্গ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

EWS সার্টিফিকেটের সুবিধা, যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য জেনে নিন

আবেদন পদ্ধতি

  • এখানে আবেদন করার জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.wbsetcl.in/career.php) -এ যেতে হবে অথবা নিচের লিংকে ক্লিক করে যেতে হবে।
  • এরপর Register অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর পদের নাম সিলেক্ট করে, প্রার্থীর নাম, মোবাইল নম্বর, মোবাইল নম্বর লিখে Registration সম্পন্ন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর User ID ও Password ইমেইল এবং মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন।
  • এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • এরপর অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
  • *মোবাইল থেকে আবেদন করতে চাইলে ব্রাউজারে তিনটে ডটে ক্লিক Desktop মোড ON করে নেবেন। তবে এর অফিসিয়াল ওয়েবসাইটটি ভালোভাবে প্রদর্শিত হবে।

নিয়োগ প্রক্রিয়া

  • Computer Based Test (CBT)
  • Personal Interview
  • Pre-Employment Medical Examination

আবেদন ফি

Assistant Manager (HR&A), Assistant Engineer (Elect.), Assistant Engineer (IT&CS), Assistant Engineer (Civil), Junior Executive (F&A), Junior Executive (Stores) পদে আবেদন করার জন্য আবেদন ফি –

  • General/ OBC-A/ OBC-B :  ৪০০/- টাকা।
  • SC/ ST/ PWD :  কোনো টাকা লাগবে না।

Junior Engineer (Civil) Gr.-II, Office Executive, Technician Gr.-III পদে আবেদন করার জন্য আবেদন ফি –

  • General/ OBC-A/ OBC-B :  ৩০০/- টাকা।
  • SC/ ST/ PWD :  কোনো টাকা লাগবে না।

গুরুত্বপূর্ন তারিখ

  • আবেদন শুরু – ২৬ এপ্রিল, ২০২৩
  • আবেদন শেষ – ১৯ মে, ২০২৩

আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট:- www.wbsetcl.in
  • আবেদন লিঙ্ক:- Apply Now
  • MORE JOB UPDATE:- CLICK HERE

👉 ভারতীয় রেলে মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির বিরাট সুযোগ! ৩১৯০ টি শূন্যপদে নিয়োগ

👉 ব্যাঙ্ক অফ বরোদা (BOB)-তে চাকরির দারুণ সুযোগ, অনলাইন পদ্ধতিতে আবেদন করুন

👉 BSF Recruitment 2023: মাধ্যমিক পাশে ভারতীয় সেনা নিয়োগ, বিস্তারিত জেনে ঝটপট করুন আবেদন

👉 কৃষকদের জন্য বিরাট সুখবর! পিএম কিষাণের ১৪তম কিস্তিতে দ্বিগুণ টাকা পাবেন

👉 Mask Aadhaar Card ডাউনলোড করুন, অন্য কেউ আপনার আধার কার্ড অপব্যবহারের করতে পারবে না

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin