ভারতীয় রেলে মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির বিরাট সুযোগ! ৩১৯০ টি শূন্যপদে নিয়োগ

Published on:
RMGS Recruitment 2023

রেলওয়ে গুডস শেড ওয়ার্কার্স ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি (RGSWWCS) -এর পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ৩১৯০ টি শূন্যপদে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সারা ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতন সহ বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদন।

- Advertisement -
Advertisement No.04/2023
নিয়োগকারী সংস্থাRAILWAY GOODS SHED WORKERS WELFARE COOPERATIVE SOCIETY
পদের নামবিভিন্ন পদে
মোট শূন্যপদ৩১৯০ টি
বেতন (₹)পদ অনুযায়ী
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৫ মে, ২০২৩
অফিসিয়াল সাইটwww.rmgs.org
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

RMGS Recruitment 2023

১) পদের নাম– Junior Time Keeper

মোট শূন্যপদ– ১৬৭৬ টি।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।

- Advertisement -

মাসিক বেতন– ২৮,০০০/- টাকা।

হলদিয়াতে ইন্ডিয়ান অয়েলে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু

২) পদের নাম– Junior Assistants

মোট শূন্যপদ– ৯০৮ টি।

শিক্ষাগত যোগ্যতা– নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন– ৩৪,০০০/- টাকা।


৩) পদের নাম– Welfare Officer

মোট শূন্যপদ– ৬০৬ টি।

শিক্ষাগত যোগ্যতা– যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন– ৪০,০০০/- টাকা।

বয়সসীমা– উপরের সমস্ত পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ০১.০৭.২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

জাহাজ নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ চলছে, কোন কোন পদে নেওয়া হবে কর্মী?

আবেদন পদ্ধতি

  • আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.rmgs.org -এ গিয়ে RECRUITMENTS >> APPLY ONLINE রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • এরপর সমস্ত তথ্য পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি জমা দিতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
  • আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রাপ্ত শংসাপত্রটি প্রিন্ট করে কাছে রাখুন।

নিয়োগ প্রক্রিয়া

কম্পিউটার বেসড টেস্ট (CBT) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

আবেদন ফি–

  • UR/EWS – ৭৫০ টাকা।
  • SC/ST/OBC/PH – ৫০০ টাকা।

আবেদনের শেষ তারিখ

অনলাইন আবেদন শেষ তারিখ হলো আগামী ২৫ মে, ২০২৩ তারিখ।

আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট:- Visit Now
  • আবেদন লিঙ্ক:- Apply Now
  • MORE JOB UPDATE:- CLICK HERE

👉 ফের ভারতীয় নৌসেনাতে নিয়োগ, ৩৭২ টি শূন্যপদ

👉 কেন্দ্রীয় খনি দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, কোন পদে নিয়োগ করা হবে কর্মী?

👉 আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক পাশে আবেদন করুন

👉 বাড়িতে বসে পুরোনো ভোটার কার্ডকে মোবাইলের মাধ্যমে PVC Voter Card এ কনভার্ট করুন, মাত্র ২ মিনিটে

👉 EWS সার্টিফিকেটের সুবিধা, যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য জেনে নিন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush