ব্যাংক অফ বরোদা (BOB)-তে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সারা ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন সহ বিস্তারিত তথ্য নীচে প্রদান করা হলো।
Advertisement No. | — |
নিয়োগকারী সংস্থা | Bank of Baroda (BOB) |
পদের নাম | বিভিন্ন পদ |
মোট শূন্যপদ | ১৫৭ টি। |
বেতন (₹) | পদ অনুযায়ী |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৭ মে, ২০২৩ |
অফিসিয়াল সাইট | www.bankofbaroda.co.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Bank of Baroda Recruitment 2023
১) পদের নাম– Relationship Manager
মোট শূন্যপদ– ৬৬ টি।
শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অথবা অর্থনীতির যেকোনো বিষয়ে অন্তত ১ বছরের ডিপ্লোমা করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন– ৭৬,০১০ টাকা।
২) পদের নাম– Credit Analyst
মোট শূন্যপদ– ৭৪ টি।
শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অর্থনীতির যেকোনো বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন– ৬৩,৮৪০ টাকা।
৩) পদের নাম– Forex Acquisition & Relationship Manager
মোট শূন্যপদ– ১৭ টি।
শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অথবা মার্কেটিং বা সেলস সংক্রান্ত যেকোনো বিষয়ে ডিপ্লোমা করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন– ৪৮,১৭০ টাকা।
বয়সসীমা
উপরের পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২৪ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিস্তারিত জানুন।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
অনলাইন আবেদনের শেষ তারিখ হলো – আগামী ১৭ মে, ২০২৩
আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
- অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট:- Visit Now
- আবেদন লিঙ্ক:- Apply Now
- MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 ভারতীয় রেলে মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির বিরাট সুযোগ! ৩১৯০ টি শূন্যপদে নিয়োগ
👉 কেন্দ্রীয় খনি দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, কোন পদে নিয়োগ করা হবে কর্মী?
👉 পরিবারে কন্যা সন্তান থাকলেই SBI দেবে ১৫ লক্ষ টাকা, কিভাবে সুবিধা পাবেন? জেনে নিন
👉 মাধ্যমিক পাশ করলেই রাজ্যের এই স্কলারশিপে মিলবে ১০ হাজার টাকা, কারা পাবেন, কিভাবে আবেদন করবেন?
👉 আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে? জেনে নিন এইভাবে