Mask Aadhaar Card ডাউনলোড করুন, অন্য কেউ আপনার আধার কার্ড অপব্যবহার করতে পারবে না

Published on:
Download Mask Aadhaar Card

আধার কার্ড (Aadhaar Card) আসার পর প্রতিটি ভারতীয় নাগরিককে একটি অনন্য নম্বরের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে। এর ফলে নাগরিকদের যাবতীয় তথ্য যেমন সরকারের কাছে থাকছে, তেমনই দরকারি কোনো কাজে আধার কার্ডের প্রতিলিপি জমা দিয়ে থাকি। ফলে এই আধার কার্ডের মাধ্যমে সমস্ত তথ্য সহজেই পেয়ে যায়। কিন্তু জালিয়াতরা তো আর চুপ করে বসে থাকে না।

- Advertisement -

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ডের অপব্যবহার ঠেকাতে একটি বিশেষ উপায় নিয়ে এসেছে। সেটি হলো Mask Aadhaar Card । এই মাস্ক আধার কার্ডের মাধ্যমে দেশের নাগরিকরা তাদের আধার নম্বর গোপন রেখেই সমস্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারে। এই আধার কার্ডের বৈশিষ্ট্য হলো আপনার ১২ সংখ্যার আধার কার্ডের প্রথম ৮ টি সংখ্যা লুকানো থাকবে এবং শেষের ৪ টি সংখ্যা প্রদর্শিত থাকবে। ফলে আপনার আধার কার্ড জালিয়াতির হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন

আপনি যদি আপনার আধার কার্ড কোথাও দিতে চান এবং অপব্যবহার হওয়ার ভয় পান, তাহলে আপনি সেখানে এই মাস্ক আধার কার্ড ব্যবহার করতে পারেন। এই আধার কার্ড সমানভাবে বৈধ। চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে আপনার মাস্ক আধার কার্ড ডাউনলোড করবেন –

- Advertisement -

মনে করতে পারছেন না অতীতে প্যান-আধার লিঙ্ক করা হয়েছিল কিনা! জেনে নিন এই সহজ উপায়ে

- Advertisement -

Mask Aadhaar Card কিভাবে ডাউনলোড করবেন?

১) মাস্ক আধার ডাউনলোড করার জন্য প্রথমে myaadhaar.gov.in ওয়েবসাইটে ভিজিট করুন।

২) এরপর Login অপশনে ক্লিক করুন।

৩) এরপর আপনার আধার নম্বর লিখে ক্যাপচা কোড লিখুন, এরপর Send OTP অপশনে ক্লিক করুন।

৪) আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটি লিখে লগইন করুন।

৫) এরপর Download Aadhaar অপশনে ক্লিক করুন।

৬) এখানে Do you want a masked Aadhaar? অপশন সিলেক্ট করে Download অপশনে ক্লিক করুন।

৭) ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইসে PDF আকারে মাস্ক আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে।৮) Mask Aadhaar Card খুলতে আপনার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডটি হল- আপনার নামের প্রথম চারটি অক্ষর (বড় হাতের) এবং আপনার জন্ম সাল। উদাহরণস্বরূপ- যদি আপনার নাম AKASH ROY হয় এবং আপনার জন্ম সাল ১৯৯৫ হয়, তবে আপনার পাসওয়ার্ড হবে AKAS1995 হবে (কোনো স্পেস না দিয়ে লিখবেন)।

Aadhaar Card Verification: আপনার আধার কার্ড আসল নাকি নকল, যাচাই করে নিন এই সহজ পদ্ধতিতে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush