দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২ আগস্ট, ২০২৩ তারিখে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হল রাজ্যে ‘জেল পুলিশ’ নিয়োগের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোট ১৩০ টি শূন্যপদে Warders/ Female Warders পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে চাকরির জন্য মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
Advertisement No. | WBPRB/NOTICE – 2023/26 (Warder/Female Warder-23) |
নিয়োগকারী সংস্থা | West Bengal Police Recruitment Board |
পদের নাম | জেল পুলিশ |
মোট শূন্যপদের সংখ্যা | ১৩০ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ২৬ আগস্ট, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | wbpolice.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
WBP Jail Police Recruitment 2023
পদের নাম (Post Name)
এখানে জেল পুলিশ অর্থাৎ Warder/ Female Warder পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সব মিলিয়ে মোট ১৩০ টি শূন্যপদ রয়েছে (পুরুষ – ১০০ টি, মহিলা – ৩০ টি)। শূন্যপদের সংখ্যা বিস্তারিত দেখুন –

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এই পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
বয়সসীমা (Age Limit)
০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বেতন (Salary)
এই পদে নিযুক্ত প্রার্থীদের ROPA-2019 এর পে লেভেল ৬ অনুযায়ী প্রতিমাসে ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ SSC এর মাধ্যমে সাব ইন্সপেক্টর নিয়োগ! মাসিক বেতন ৩৫,৪০০ টাকা, অনলাইনে আবেদন করুন
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in অথবা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এ গিয়ে Recruitment অপশনে ক্লিক করে উল্লেখ্য বিজ্ঞপ্তিতে প্রবেশ করে অনলাইন আবেদন জানাতে হবে। অথবা নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করুন। আবেদন প্রক্রিয়া চলবে ২৬ আগস্ট, ২০২৩ তারিখ পর্যন্ত।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
- লিখিত পরীক্ষা (৯০ নম্বর)
- PMT & PET
- ইন্টারভিউ (১০ নম্বর)
- মেডিক্যাল পরীক্ষা
লিখিত পরীক্ষা সিলেবাস

শারীরিক যোগ্যতার পরিমাপ
পুরুষ ও মহিলা প্রার্থীদের শারীরিক যোগ্যতার পরিমাপ নীচে উল্লেখ করা হলো –

আবেদন ফি (Application fee)
SC/ST প্রার্থীদের শুধুমাত্র ২০ টাকা প্রসেসিং ফি জমা করতে হবে। অন্যান্য প্রার্থীদের ২২০ টাকা আবেদন ফি দিতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০২.০৮.২০২৩ |
আবেদন শুরু | ০৬.০৮.২০২৩ |
আবেদন শেষ | ২৬.০৮.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
✅ আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | wbpolice.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 মাধ্যমিক পাশে এয়ারপোর্টে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ
🔥 ৬৩২৯ টি শূন্যপদে টিচিং ও নন-টিচিং পদে চাকরির সুযোগ
🔥 WBPSC এর মাধ্যমে রাজ্যের কৃষি দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
🔥 মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে Group-D পদে প্রচুর কর্মী নিয়োগ