যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন? চেক করে নিন লিস্টে নাম আছে কিনা।

Updated on:
WB Yuvashree Prakalpa List Check

WB Yuvashree Prakalpa List Check: জনগণের কথা মাথায় রেখে প্রতি বছর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন রকমের প্রকল্প চালু করে থাকে। বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে সাহায্য এবং কাজে উৎসাহিত করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa)।

- Advertisement -

প্রতি বছর রাজ্যের প্রায় ১ লক্ষ বেকার, কর্মহীন যুবক-যুবতীদের এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে সাহায্য করা হয়ে থাকে। এই প্রকল্পের অধীনে থাকা বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য করা হয়ে থাকে। ইতিমধ্যেই রাজ্যের বিপুল সংখ্যক বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। আপনিও কি এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করেছেন? যদি আপনি এখনো পর্যন্ত নিজের নাম নথিভুক্ত না করে থাকেন, তবে নিচের লিঙ্কে ক্লিক করে নাম নথিভুক্ত করে নিন –

Yuvashree Prakalpa: রাজ্যের যুবক যুবতীদের 1500 টাকা করে দিচ্ছে সরকার। রইলো আবেদন পদ্ধতি।

- Advertisement -

যুবশ্রী প্রকল্পে আবেদন করলেই সকলকে সরকারের তরফ থেকে অনুদান দেওয়া হয় না। কারণ সরকারের তরফ থেকে আবেদনকারীর সমস্ত তথ্য ভেরিফাই করা হয় কারা অনুদান পাওয়ার যোগ্য। তারপর ফাইনাল লিস্টে যাদের নাম উল্লেখ থাকবে, তারাই এই প্রকল্পের অধীনে অনুদান পাবেন।

- Advertisement -

কিভাবে নাম চেক করবেন?

আপনি বাড়িতে বসে মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে অনলাইনের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্টে আপনার নাম রয়েছে কিনা চেক করতে পারবেন, তার জন্য আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে –

১) সবার প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অফিসিয়াল ওয়েবসাইট https://www.employmentbankwb.gov.in/ -এর হোম পেজে যেতে হবে,

২) হোম পেজের ডান দিকে থাকা Search অপশনে ক্লিক করে নিজের জেলার নাম বা এলাকার নাম লিখে Search করতে হবে

৩) এরপর যুবশ্রী নতুন লিস্ট (New List of YUVASHREE) অপশনে ক্লিক করতে হবে,

৪) ক্লিক করলেই আপনার লিস্টের PDF ডাউনলোড হয়ে যাবে। সেই লিস্টে নিজের নাম খুঁজতে হবে। যদি না খুঁজে পান তাহলে বুঝে নিতে হবে কোনো কারণবশত আবেদন রিজেক্ট হয়ে গেছে।

Swami Vivekananda Scholarship 2023 – আবেদনের বিস্তারিত তথ্য জেনে নিন।

এই ধরনের আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি Google News -এ ফলো করুন এবং আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

PM Awas Yojana List – প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট প্রকাশ। ডাউনলোড করুন এই পদ্ধতিতে।

Madhyamik Admit Card – কবে থেকে মিলবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, কবে স্কুলে যেতে হবে, কি কি নিয়ম মানতে হবে?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush