PM Awas Yojana List 2023 – প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট প্রকাশ। ডাউনলোড করুন এই পদ্ধতিতে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট প্রকাশ হলো। নিচের স্টেপগুলো ফলো করে চেক করে নিন আপনার নাম রয়েছে কিনা।

লিস্টে কিভাবে নাম চেক করবেন?

প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে কারা ঘর পেতে চলেছেন তার লিস্ট দেখে নিন নিচের স্টেপগুলো ফলো করে –

১. প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট pmayg.nic.in -এর হোম পেজে যেতে হবে।

২. এরপর মেনুবারে ক্লিক করে Awaassoft অপশনে ক্লিক করতে হবে।

৩. এরপর উপরোক্ত অপশনের অধীনে থাকা Report অপশনে ক্লিক করতে হবে।

৪. এরপর পেজের একেবারে নিচের দিকে থাকা Beneficiary Details for Verification অপশনে ক্লিক করতে হবে।

৫. এরপর নতুন একটি পেজ খুলে আসবে, সেখানে রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং কোন সালের লিস্ট দেখতে চান, তা সিলেক্ট করতে হবে।

৬. এরপর “প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ” সিলেক্ট করে সাবমিট বোতামে ক্লিক করতে হবে।

৭. ক্লিক করলেই লিস্ট চলে আসবে। সেই লিস্ট থেকে নিজের নাম খুঁজে বের করতে হবে।

PF-এর টাকা ১০ দিনে চলে আসবে অ্যাকাউন্টে! এইভাবে করুন আবেদন।

লিস্টে কিভাবে নাম চেক করবেন? (শহরের)

১. প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট pmaymis.gov.in -এ যেতে হবে।

২. এরপর মেনুবারে থাকা Search অপশনে ক্লিক করে Search Beneficiary অপশনে ক্লিক করতে হবে।

৩. এরপর নতুন একটি পেজ খুলে আসবে। আবেদনকারীর আধার নম্বর লিখে Show অপশনে ক্লিক করতে হবে।

৪. ক্লিক করার পর সমস্ত তথ্য দেখতে পাবেন।

এই ধরনের আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি Google News -এ ফলো করুন এবং আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Ration Card Correction – রেশন কার্ডের ভুল সংশোধন করুন মাত্র কয়েক মিনিটে। জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

Aadhaar Card Correction Online 2023: এখন বাড়িতে বসে আধার কার্ড সংশোধন করুন। আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin