রাজ্যে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, আবেদন করুন এখনই

সম্প্রতি এই রাজ্যের পুরুলিয়া জেলা সৈনিক স্কুল (Purulia Sainik School) -এ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের যেকোনো জেলার যেকোনো প্রান্তের চাকরি প্রার্থীর উপযুক্ত যোগ্যতা থাকলে এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে শিক্ষক পদে। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির খুঁটিনাটি তথ্য সম্পর্কে।

নিয়োগের বিবরণ

পদের নামপ্রশিক্ষিত শিক্ষক সমাজ বিজ্ঞান (Trained Graduate Teacher for Social Science)
নিয়োগকারী সংস্থাপশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সৈনিক স্কুলে শিক্ষকতা করতে হবে।
শুন্য পদের সংখ্যামোট শূন্যপদ হলো  ১ টি
যোগ্যতা1. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস অথবা রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে স্নাতক হতে হবে।
2. কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে।
3. ইংরেজি ভাষায় পারদর্শী হতে হয়, এর পাশাপাশি শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা০১/০২/২০২৩ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩৫ বছরের হতে হবে।
আবেদন ও নিয়োগ প্রক্রিয়াআবেদনকারী প্রার্থীকে তার বায়ো-ডাটা এবং আসল যাবতীয় নথিপত্র সহযোগে সরাসরি ইন্টারভিউয়ের সংশ্লিষ্ট দিন ও সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
ইন্টারিউয়ের স্থান এবং সময়সৈনিক স্কুল পুরুলিয়া (Sainik School Purulia) – 723104, Dist- Purulia (WB)
সময় – 10/02/2023, 08:30 AM
মাসিক বেতনপ্রতি মাসে ১৬,০০০ টাকা বেতন দেওয়া হবে।
প্রয়োজনীয় নথিপত্রআধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, বায়ো-ডাটা, জাতিগত সংশাপত্র, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশ বুক ইত্যাদি সঙ্গে রাখতে হবে।

৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পেয়ে যান সরকারি সার্টিফিকেট

Important Links

Official Websitewww.sainikschoolpurulia.com
Official Notice + Application FormDownload
More News UpdatesClick Here
Join Our Telegram ChannelJoin Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin