New Voter List 2023 West Bengal Download PDF:- ইতিমধ্যেই কিন্তু নতুন ভোটার কার্ডের লিস্ট প্রকাশিত হল। আপনারা ২০২৩ সালের নতুন ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা, সংশোধন হয়েছে কিনা, নাকি বাতিল হয়ে গেল তা আপনি আমাদের এই প্রতিবেদন থেকে জানতে পারবেন। তা জানার জন্য আপনাকে আমাদের এই প্রতিবেদন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়তে হবে। তবে আর দেরি না করে দেখে নিন যাক ২০২৩ সালের নতুন ভোটার লিস্ট।
২০২৩ সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড করুন
New Voter List Download Process :-
- Voter List 2023 West Bengal Download PDF করার জন্য সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.nic.in -এ আসতে হবে,
- এরপর অনেকগুলি অপশন দেখতে পাবেন, এর মধ্যে Electoral Roll (Voter List) অপশনে ক্লিক করুন,

- এরপর আপনার জেলার নাম, বিধান সভার নাম সিলেক্ট করুন,
- এরপর পোলিং স্টেশন আসবে তা খুঁজে বের করুন এবং এর ডানদিকে Final Roll অপশনে ক্লিক করে ক্যাপচা লিখে Verify করুন,
- ভেরিফাই করার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের লিস্ট ডাউনলোড হয়ে যাবে,
- এরপর ডাউনলোড ফাইল ওপেন করে দেখে নিন আপনার নাম লিস্টে রয়েছে কিনা।
এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই ধরনের আরও খবরের আপডেট পেতে আমাদের ফলো করতে ভুলবেন না।
Important Links – New Voter List 2023 West Bengal Download
Official Website | Click Here |
Direct Link | Click Here |
Join Our Telegram Channel | Join Now |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 Voter ID Card Online Correction 2023: এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন
🔥 বাড়িতে বসে পুরোনো ভোটার কার্ডকে মোবাইলের মাধ্যমে PVC Voter Card এ কনভার্ট করুন, মাত্র ২ মিনিটে