WB Volunteer Recruitment 2023 : পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি নতুন নিয়োগের সুখবর। সম্প্রতি নদিয়া জেলার কৃষ্ণনগর সদর সাব-ডিভিশনের তরফ থেকে বিভিন্ন ব্লকে ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।
Advertisement No. | 01(PLV)/2023 |
নিয়োগকারী সংস্থা | DLS, Nadia |
পদের নাম | Para Legal Volunteer (PLV) |
মোট শূন্যপদের সংখ্যা | ৩৬ টি |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদন শেষ | ১২ সেপ্টেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | nadia.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
WB Volunteer Recruitment 2023
পদের নাম
- Para Legal Volunteer (PLV)
মোট শূন্যপদের সংখ্যা
এই পদে সব মিলিয়ে মোট ৩৬ টি শূন্যপদ রয়েছে।
ব্লক অনুযায়ী শূন্যপদের সংখ্যা –
ব্লকের নাম | শূন্যপদ |
Kaliganj | ৭ টি |
Nakashipara | ৪ টি |
Chapra | ৫ টি |
Krishnaganj | ৭ টি |
Krishnanagar I | – |
Krishnanagar II | ৭ টি |
Nabadwip | ৬ টি |
মোট শূন্যপদের সংখ্যা | ৩৬ টি |
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সেইসঙ্গে কম্পিউটার এবং ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে।
বয়স সীমা
২৩.০৮.২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ বছর হতে হবে অর্থাৎ, এই বয়সের ঊর্ধ্বে যে কেউ আবেদন যোগ্য।
বেতন
এই পদে নিযুক্ত প্রার্থীদের দৈনিক ৫০০/- টাকা বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ 7547 টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
কিভাবে (WB Volunteer Recruitment 2023) আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সমেত একটি মুখ বন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়বেন।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
"The Secretary, District Legal Services Authority, Nadia". Address: - ADR Centre, District Judges' Court Compound, Krishnagar, Nadia, Pin- 741101
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৩.০৮.২০২৩ |
আবেদন শেষ | ১২.০৯.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি + ফর্ম | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | nadia.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 রাজ্যে সরকারি সংস্থা HCL-এ সুপারভাইজার নিয়োগ