ফের রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদন।
Advertisement No. – Din.M/RECT/70
পদের নাম– Sanitary Inspector
মোট শূন্যপদ– মোট শূন্যপদ ১ টি।
যোগ্যতা– অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীকে অবশ্যই একজন রিটায়ার্ড স্যানিটারি ইন্সপেক্টর হতে হবে।
বয়সসীমা– ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।
বেতন– প্রতিমাসে ২০,০০০ টাকা।
রাজ্যের ভূমি সংস্করণ দপ্তরে Group-C পদে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে
আবেদন পদ্ধতি
আবেদনকারী প্রার্থীকে নিজের স্বাক্ষর করা সাম্প্রতিক বায়োডাটা সহ যোগ্যতার অন্যান্য প্রমাণপত্র PDF ফরম্যাটে অফিসিয়াল ইমেইল এড্রেসে মেইল করে পাঠাতে হবে। ইমেইল এড্রেস- recruitmentdinhatamunicipality@gmail.com
অথবা, দিনহাটা পৌরসভার নির্দিষ্ট ড্রপবক্সে আবেদন জমা করতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে পৌরসভার কর্মী নিয়োগ কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে।
নিয়োগ স্থান– দিনহাটা পৌরসভা, দিনহাটা, কোচবিহার
আবেদনের শেষ তারিখ
এখানে আবেদন জানাতে হবে ০৩.০৫.২০২৩ তারিখ বিকাল ৫ টার মধ্যে।
Important Links
Official Notification:- Download PDF
MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 রামকৃষ্ণ মিশনে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, আবেদন শেষ তারিখ ২০ এপ্রিল
👉 কেন্দ্রীয় খনি দপ্তরে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ চলছে | CIMFR Recruitment 2023
👉 মাধ্যমিক পাশে CRPF-এ ৯২১২ শূন্যপদে কনস্টেবল নিয়োগ চলছে | CRPF Recruitment 2023
👉 মাত্র ৩৭৬ টাকা বিনিয়োগ করে প্রত্যেক মাসে মিলবে ১০,০০০ টাকা, শীঘ্রই আবেদন করুন
👉 মনে করতে পারছেন না অতীতে প্যান-আধার লিঙ্ক করা হয়েছিল কিনা! জেনে নিন এই সহজ উপায়ে