দেশের সাধারন মানুষদের জন্য ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন কেন্দ্রীয় সরকার। সদ্যোজাত শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের জন্য নতুন নতুন প্রকল্প কার্যকরী করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)। এই অটল পেনশন যোজনায় বিনিয়োগ শুরু করতে পারলেই ৬০ বছর বয়সে পৌঁছানোর পর, আর্থিকভাবে তাদের ওষুধ-পথ্যের মতো মৌলিক প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে সক্ষম করে।
এই প্রকল্পে বিনিয়োগ করলে পরিবারের স্বামী ও স্ত্রী উভয়েই প্রতি মাসে ৫,০০০ টাকা করে পেনশন পাবেন অর্থাৎ দুজনের মিলিয়ে প্রতিমাসে ১০,০০০ টাকা করে পেনশন পাবেন।
Atal Pension Yojana বিশদে
- ২০১৫ সালে ভারত সরকারের দ্বারা প্রথম চালু করা হয়েছিল অটল পেনশন যোজনা।
- এই স্কিমটি কেন্দ্রীয় পেনশন তহবিল নিয়ন্ত্রকের মাধ্যমে পরিচালিত।
- আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার জন্য যেকোনো ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। ফলে পেনশন মানেই সরকারি কর্মীদের ব্যাপার, এমনটা ভাবার কারণ নেই।
- বয়স সীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- এই স্কিমে বিনিয়োগ করার জন্য ওই ব্যক্তির বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
- আপনি ও আপনার স্ত্রীর সঙ্গে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
১০,০০০ টাকা পাওয়া যাবে
স্বামী ও স্ত্রীর দু’জনের বয়স ২৫ বছর হলে, এই পেনশন স্কিমে প্রতি মাসে ৩৭৬+৩৭৬= ৭৫২ টাকা করে বিনিয়োগ করতে হবে। স্বামী ও স্ত্রীর বয়স যখন ৬০ বছর হবে, তখন পেনশন পেতে শুরু করবেন। দু’জনের নামে ৫+৫= ১০ হাজার টাকা করে পেনশন পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
মাধ্যমিকে ৬০% নাম্বার পেলেই ২৪,০০০ টাকা দেবে রাজ্য সরকার, ফটাফট আবেদন পদ্ধতি জেনে নিন
Atal Pension Yojana হিসেব নিকেশ
- আপনার বিনিয়োগ শুরুর বয়সের উপর নির্ভর করছে আপনি এই স্কিমে কত টাকা রিটার্ন পাবেন।
- উদাহরণস্বরূপ, কোনও ব্যক্তির বয়স ৩০ বছর।
- সেক্ষেত্রে ৬০ বছর বয়স পর্যন্ত ৩০ বছর ধরে প্রতিমাসে ৫৭৭ টাকা বিনিয়োগ করতে হবে।
- তবে প্রতি মাসে ৫,০০০ টাকা করে ৬০ বছর পর বাকি জীবন পেনশন পাবেন।
- আর যদি স্বামী-স্ত্রী দু’জনে বিনিয়োগ করলে, পেনশনের টাকার পরিমাণ হবে ৫,০০০+৫,০০০= ১০,০০০ টাকা।
অটল পেনশন যোজনার (APY) ক্ষেত্রে ব্যক্তিরা একটি নির্দিষ্ট পেনশন পরিমাণ পান। পেনশনের পরিমাণ ১০০০ টাকা, ২০০০ টাকা, ৩০০০ টাকা, ৪০০০ টাকা এবং ৫০০০ টাকা-এ ভাগ করা হয়েছে যা ব্যক্তি অবসর বয়সে পেনশন হিসেবে পাবেন। বিভিন্ন বয়সে বিভিন্ন পেনশনের জন্য প্রতি মাসে বিনিয়োগের পরিমাণের কিছু উদাহরণ নিম্নরূপ সারণী করা হয়েছে।
আমানতকারীর বয়স | ১,০০০ টাকা স্থায়ী পেনশনের জন্য বিনিয়োগের পরিমাণ | ২,০০০ টাকা স্থায়ী পেনশনের জন্য বিনিয়োগের পরিমাণ | ৩,০০০ টাকা স্থায়ী পেনশনের জন্য বিনিয়োগের পরিমাণ | ৪,০০০ টাকা স্থায়ী পেনশনের জন্য বিনিয়োগের পরিমাণ | ৫,০০০ টাকা স্থায়ী পেনশনের জন্য বিনিয়োগের পরিমাণ |
১৮ বছর | ৪২ টাকা | ৮৪ টাকা | ১২৬ টাকা | ১৬৮ টাকা | ২১০ টাকা |
২০ বছর | ৫০ টাকা | ১০০ টাকা | ১৫০ টাকা | ১৯৮ টাকা | ২৪৮ টাকা |
২৫ বছর | ৭৬ টাকা | ১৫১ টাকা | ২২৬ টাকা | ৩০১ টাকা | ৩৭৬ টাকা |
৩০ বছর | ১১৬ টাকা | ২৩১ টাকা | ৩৪৭ টাকা | ৪৬২ টাকা | ৫৭৭ টাকা |
৩৫ বছর | ১৮১ টাকা | ৩৬২ টাকা | ৫৪৩ টাকা | ৭২২ টাকা | ৯০২ টাকা |
৪০ বছর | ২৯১ টাকা | ৫৮২ টাকা | ৮৭৩ টাকা | ১,১৬৪ টাকা | ১,৪৫৪ টাকা |
বিয়ের পর মহিলাদের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ভোটার কার্ড ট্রান্সফার করুন, অনলাইনে মোবাইল দিয়ে
অটল পেনশন যোজনায় কিভাবে আবেদন করবেন?
- আপনার যে ব্যাঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে নিকটবর্তী শাখায় যেতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদনপত্র পুরন করে জমা করতে হবে।
অথবা, নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই অটল পেনশন যোজনার জন্য আবেদন করা যাবে।
Atal Pension Yojana Apply:- Click Here
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।
👉 LIC এই পলিসিতে মাত্র ১২১ টাকা বিনিয়োগ করে পান ২৭ লক্ষ টাকা রিটার্ন, বিস্তারিত জানুন
👉 পরিবারে কন্যা সন্তান থাকলেই SBI দেবে ১৫ লক্ষ টাকা, কিভাবে সুবিধা পাবেন? জেনে নিন
👉 বিয়ের পর মহিলাদের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ভোটার কার্ড ট্রান্সফার করুন, অনলাইনে মোবাইল দিয়ে