ঝাড়গ্রাম জেলা ম্যাজিস্ট্রেট অফিসে Group C পদে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনও জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। বেতন থাকছে প্রতি মাসে ১০,০০০ টাকা। আবেদন পদ্ধতি, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
নিয়োগ সংস্থা | Jhargram District Magistrate Office |
পদের নাম | Group- C |
মোট শূন্যপদ | ১৪ টি |
বেতন (₹) | ১০,০০০/- |
আবেদন মাধ্যম | অফলাইন |
চাকরির ধরন | সরকারি |
স্থান | ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | jhargram.gov.in |
হোয়াটসঅ্যাপ | Join Now |
টেলিগ্রাম | Join Now |
ঝাড়গ্রাম DM অফিসে Group C পদে কর্মী নিয়োগ (WB Govt Land Reforms Department Group C Recruitment 2023)
পদের নাম- ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (DM) অফিসে Group C পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ- এখানে মোট ১৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই রিটায়ার্ড সরকারি কর্মচারী হতে হবে।
বয়সসীমা- এখানে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৪ বছরের কম। ১৩.০৪.২০২৩ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে।
বেতন- প্রতি মাসে বেতন ১০,০০০/- টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তাই আলাদা করে আবেদনপত্র জমা করতে হবে না। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের দিন সমস্ত ডকুমেন্টের অরিজিনাল সহ বায়োডাটা, ফটোকপি নিয়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারিউয়-র স্থান- Additional District Magistrate and District Land Reforms Officer, Jhargram
ইন্টারভিউয়ের তারিখ ও সময়- Walk In Interview শুরু হবে ১৩ এপ্রিল ২০২৩ তারিখে সকাল ১১ টার সময়।
Important Links
Official Notification:- Download PDF
MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 মাধ্যমিক পাশে CRPF-এ ৯২১২ শূন্যপদে কনস্টেবল নিয়োগ চলছে
👉 ১২০ টি শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন
👉 মালদা DM অফিসে Group-C পদে কর্মী নিয়োগ, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই